কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের কাছ থেকে টাকা ও মালপত্র লুট করা হয়েছে।শনিবার (২২ মার্চ) দিবাগত ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ভাঙা বটতলা নামকস্থানে এঘটনা ঘটে। এসময় ডাকাতদের হামলায় বাসের চালক আমজাদ হোসেন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাকাতের কবলে পড়া এসবি সুপার ডিলাক্স বাসটির চালক আমজাদ হোসেন বলেন, রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে তাঁদের বাসটি কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। কুষ্টিয়া কাউন্টারে রাত সাড়ে ৩টায় যাত্রী নামিয়ে সেহরী শেষ করে যাত্রী নামতে মেহেরপুরে যাচ্ছিলাম।এসময় পথের মধ্যে ভোর রাত সাড়ে চারটার দিকে মিরপুর উপজেলার ভাঙা বটতৈল নামক স্থানে পৌঁছালে সড়কে গাছ ফেলা ও একটি ট্রাক আড়াআড়ি রাখা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়। এ সময় বাসটির পাশাপাশি কয়েকটা ট্রাক ও নসিমন আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী ব্যক্তি দরজা-জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে বাস থামাতে বলে। আমি বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেই। আমি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে একটি আঙুলের রগ কেটে যায়। এরপর অস্ত্রের মুখে যাত্রী ও বাসের স্টাফদের মারধর করে তাদের কাছ থেকে টাকা, মুঠোফোন ও অন্যান্য মালামালসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। আহত চালক আরও বলেন, এসময় বাসটিতে ৫ জন যাত্রী ও ৪ জন স্টাফ ছিল। বাসের পাশে আটকে পড়া গাড়িগুলোতেও ডাকাতি করে তারা। তাদের মারধরও করা হয়েছে। আমি আহত হওয়ায় ডাকাতি চলাকালীন সময়েই হেলপার আমিনের সহযোগিতায় বাস ঘুরিয়ে আবার কুষ্টিয়ার দিকে চলে আসি। ফিরে এসে আমি হাসপাতালে ভর্তি হয়েছি।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। তবে বাসটিতে তেমন যাত্রী ছিল না বলে জানতে পেরেছি। এঘটনার তদন্ত চলছে।এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন,ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা পরিদর্শন করেছেন।বিষয়টি নিয়ে পুলিশের টিম কাজ করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাভারে গণস্বাস্থ্যের ট্রাস্টি নাজিম উদ্দীন আহমেদের পদত্যাগ
সাভারে গণস্বাস্থ্যের ট্রাস্টি নাজিম উদ্দীন আহমেদের পদত্যাগ

ঢাকার সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দীন আহমেদ ও গণস্বাস্থ্য হাসপাতালের Read more

জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যান
জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যান

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পৌঁছেছেন।

ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা কমেছে ২.৬০ শতাংশ
ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা কমেছে ২.৬০ শতাংশ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-এপ্রিল, ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের রাস্তাঘাট, বাড়ি ঘরে পানি উঠেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন