মাদারীপুরে বাদল সরদার নামে ১৯ বছর বয়সী নিখোঁজ ছেলে সন্তানকে ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন এক হতদরিদ্র বাবা-মা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরে এক সাংবাদিক অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা। ভুক্তভোগীরা মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সস্থাল এলাকার বাসিন্দা।তারা বলেন, জীবিকার তাগিদে গত ১৫ই ডিসেম্বর বাদল সরদার ঢাকায় গিয়ে রাজমিস্ত্রির জোগালি হিসেবে তিন মাস কাজ করে। পরবর্তীতে সেখানে কাজ না থাকায় তার পূর্ব পরিচিত একজনের সঙ্গে গাজীপুরের এক ইটভাটায় কাজে যায় এবং প্রায় এক মাস ধরে সেই ইটভাটার কাজ করতে থাকে। সর্বশেষ আমাদের সঙ্গে গত ৩ ফেব্রুয়ারি ফোনে কথা হয়, এরপর থেকে বাদলের ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। আমরা আমাদের বিভিন্ন আত্মীয়-স্বজনের কাছে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও খুঁজে না পেয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমার ছেলে কোথায় আছে, কেমন আছে, কী অবস্থায় আছে আমরা এখন জানি না, আজ ১৮ দিন ধরে আমাদের ঘুম নাই খাওয়া নাই। আমাদের ছেলেকে ফিরিয়ে পাওয়ার জন্য আমরা সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছি।  মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, বাদল সরদারের সর্বশেষ লোকেশন ছিল গাজীপুরে সেখান থেকেই সে হারিয়েছে। তাই সাধারণ ডায়েরি অথবা অভিযোগ দিতে হলে সেই থানায় করতে হবে, তবে আমাদের কাছে আইনি সহায়তা অথবা পরামর্শ চাইলে আমরা সেটা দেব। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে, খুনিদের বিচার করে’
‘রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে, খুনিদের বিচার করে’

ইরেশ যাকের ফেসবুকে লিখেছেন, ‘আমাদের কন্যা মেহার বয়স পাঁচ। মেহাও তো দুপুরে ছাদে খেলতে যেতে পারত।

‘সুখের কান্নায়’ হৃদয়বিদারক কষ্টের উপাখ্যান  
‘সুখের কান্নায়’ হৃদয়বিদারক কষ্টের উপাখ্যান  

সকাল ১১টায় নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং ভোলার চরফ্যাশন উপজেলার Read more

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন