জুলাই-আগস্ট মাসে গণহত্যায় সংশ্লিষ্টতা ও প্ররোচনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানসহ প্রায় ৪০০ জনের বিরুদ্ধে গাজীপুরের কালিয়াকৈর থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর আগে একই ঘটনায় আরও ৫টি মামলা দায়ের হয়েছিল।নেত্রকোণার বাসিন্দা রোস্তম মিয়ার স্ত্রী শেফালী বেগম ২ জুন কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। এতে অভিযোগ করা হয়, ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ার সময় রোস্তম মিয়াকে গুলি করে হত্যা করা হয়। অপরদিকে, পোশাক শ্রমিক মো. মাহফুজ হত্যার ঘটনায় তার ভাই আপেল মাহমুদ গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩০ মে মামলা দায়েরের আবেদন করেন। আদালত এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশকে মামলাটি রুজু করার নির্দেশ দেন।মাহফুজ হত্যা মামলার এজাহারে বলা হয়েছে, বগুড়ার বাসিন্দা মাহফুজ কালিয়াকৈরের বাড়ইপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং ইন্টার সফট নামক একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিকাল সাড়ে ৪টায় কাজ শেষে বেরিয়ে ছাত্র-জনতার মিছিলে যোগ দেন। মিছিলটি সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে পৌঁছালে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। এতে মাহফুজ গুলিবিদ্ধ হয়ে মারা যান।এই মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। মামলায় আরও নাম রয়েছে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলীসহ ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।অন্যদিকে, রোস্তম মিয়া হত্যার মামলায় প্রধান আসামি করা হয়েছে আ ক ম মোজাম্মেল হককে। অন্যান্য অভিযুক্তরা হলেন— সাবেক মন্ত্রী শাহজাহান খান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, মৌচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন সিকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন, তার ভাই সারোয়ার হোসেন, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলামসহ মোট ৩১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হক বলেন, দুটি মামলাই আদালতের নির্দেশে রুজু করা হয়েছে। একটিতে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে, অপরটিতে আ ক ম মোজাম্মেল হককে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক সপ্তাহ পর ক্লাসে ফিরেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
এক সপ্তাহ পর ক্লাসে ফিরেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা সাতদিন আন্দোলন করার পর অবশেষে ক্লাস ও পরীক্ষায় ফিরেছেন কলেজটির শিক্ষার্থীরা।মঙ্গলবার (৪ Read more

ফ্রান্সে নির্বাচন: ডানপন্থিদের পিছনে ফেলে এগিয়ে বাম জোট
ফ্রান্সে নির্বাচন: ডানপন্থিদের পিছনে ফেলে এগিয়ে বাম জোট

প্রথম দফার ভোটে ফ্রান্সের ডানপন্থি দল ন্যাশনাল র‍্যালি (আরএন) এগিয়ে থাকলেও গতকাল রোববার দ্বিতীয় দফার ভোটে পিছিয়ে পড়েছে। 

২৭ দিন পর ঢাকা-পঞ্চগড় রুটে আন্তঃনগর ট্রেন চালু
২৭ দিন পর ঢাকা-পঞ্চগড় রুটে আন্তঃনগর ট্রেন চালু

দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর চালু হলো দেশের দীর্ঘতম রেলপথ ঢাকা-পঞ্চগড় রুটে আন্তঃনগর ট্রেন চলাচল। দীর্ঘদিন পর রেলে ভ্রমণ Read more

ঢাবি আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ঢাবি আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ ক্যান্টিন সংস্কার করার সময় দেয়ালের ইট খসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন