সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা সাতদিন আন্দোলন করার পর অবশেষে ক্লাস ও পরীক্ষায় ফিরেছেন কলেজটির শিক্ষার্থীরা।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীদের ক্লাসে আসতে দেখা যায়। এদিন সকাল পৌনে ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্লাস চলেছে। তবে ক্লাসে উপস্থিতি কিছুটা কম। দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়েছে সাত কলেজের অধীনে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা।শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট আশ্বাসে তারা ক্লাসে ফিরেছেন। আগামী সাত কর্মদিবসের মধ্যে তারা যদি দৃশ্যমান অগ্রগতি না দেখেন, তা হলে প্রয়োজনে আবারও আন্দোলনে নামবেন।আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মধ্যে অন্যতম নূর মোহাম্মদ। মঙ্গলবার সকালে তিনি বলেন, ‘আপাতত সাতদিন কর্মসূচি স্থগিত থাকবে। এ সময়ে ক্লাস-পরীক্ষা সবই চলবে। সরকারের পদক্ষেপ কতটা দৃশ্যমান হবে, তা বিবেচনা করে পরবর্তীতে কর্মসূচি দেওয়া হবে।’কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রোহান হোসেন বলেন, ‘আশা করি সরকার আমাদের দাবি নিয়ে আর টালবাহানা করবে না। আমরা পড়াশোনার পরিবেশটা চাই, ঝামেলা চাচ্ছি না।’এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরেছেন। আশা করছি, আগামীতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর সৃষ্টি হবে না।’ এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলডিসি গ্রাজুয়েশন কৌশল হতে হবে নবম পাঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
এলডিসি গ্রাজুয়েশন কৌশল হতে হবে নবম পাঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইআরডি’র অতিরিক্ত সচিব ও এসএসজিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এএইচএম জাহাঙ্গীর।

কংগ্রেস-আপের ‘সংঘাতে’ মমতার কোনো লাভ হবে?
কংগ্রেস-আপের ‘সংঘাতে’ মমতার কোনো লাভ হবে?

আসন্ন বিধানসভা ভোটকে ঘিরে রাজনীতির ময়দান কিন্তু বেশ সরগরম। ‘কুর্সির’ দিকে তাকিয়ে বিরোধীরা দলগুলো যেমন অপর পক্ষকে নিশানা করতে ভুলছে Read more

বাবাদের কাঁধ অনেক শক্ত হয়
বাবাদের কাঁধ অনেক শক্ত হয়

থিবীর সব ধর্মগ্রন্থেই সন্তানকে তার বাবার প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে।

গবি শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আইনশৃঙ্খলা রক্ষায় নোটিশ জারি  
গবি শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আইনশৃঙ্খলা রক্ষায় নোটিশ জারি  

ছাত্রত্ব স্থগিত হওয়া শিক্ষার্থীর নাম মো. শিহাব আহমেদ। তিনি বিভাগের চতুর্থ সেমিস্টারের (৩১তম ব্যাচ) শিক্ষার্থী। জানা গেছে, আইন বিভাগের কয়েকজন Read more

ঘূর্ণিঝড় রেমালে আক্রান্তদের পাশে থাকবে ছাত্রলীগ
ঘূর্ণিঝড় রেমালে আক্রান্তদের পাশে থাকবে ছাত্রলীগ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত জারি করা হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরেও ৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন