রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক, অস্ত্র  ও মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (৪ জুন) রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (০৫ জুন) সকালে সেনাবাহিনী থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৪ জুন) রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাত ১১ টায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালায় সেনা ও র‌্যাব-২ এর যৌথ বাহিনী বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। জানা গেছে, যৌথ বাহিনীর কাছে পূর্বেই গোয়েন্দা তথ্য ছিল যে, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকের বড় একটি চালান যাচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে সেনা ক্যাম্পের চারটি ও র‍্যাব-২ এর চারটি দল মিলে একটি যৌথ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ১০ জন চিহ্নিত মাদক কারবারি, কিছু মাদক ও বিপুল পরিমাণ মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। জব্দকৃত টাকার পরিমাণ ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- মো. ইসহাক আহমেদ (৩৮), মো. চুম্মন (২৫), মো. রবিউল ইসলাম (৩০), মো. রায়হান (১৮), মো. শহিদুল ইসলাম বিজয় (১৮), মো. ইমরান সাইদ (৪২), মো. রাসেল (২২), মো. ইমরান (৩২), মো. শাহাদাত (২০), মো. নয়ন (২৩)। মোহাম্মদপুর সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত সকলকে এবং জব্দকৃত সমস্ত টাকা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য র‍্যাব-২ এর কাছে হস্তান্তর করা হয়েছে। যা পরবর্তীতে র‍্যাব আদালতে উপস্থাপন করবে। তিনি আরও জানান, যুব সমাজের অবক্ষয় রক্ষার্থে যৌথ বাহিনীর মাদকবিরোধী এবং সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহ সড়কে বিআরটিএ’র অভিযান, জরিমানা
ময়মনসিংহ সড়কে বিআরটিএ’র অভিযান, জরিমানা

ময়মনসিংহে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহন থেকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা Read more

শ্রমিক দিবসে সাতকানিয়ায় ৯ দফা দাবি ঘোষণা 
শ্রমিক দিবসে সাতকানিয়ায় ৯ দফা দাবি ঘোষণা 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় আয়োজিত র‍্যালি ও সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৯ দফা দাবি ঘোষণা করেছে। সমাবেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন