হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে জুনিয়র টাইগাররা। এই ম্যাচে স্বাগতিকদের ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল লাল-সবুজের প্রতিনিধিরা।সোমবার (২৮ এপ্রিল) টস জিতে ব্যাট করতে নেমে ২১১ রানে অলআউট হয়েছিল লঙ্কানরা। জবাব দিতে নেমে ৯৩ বল ও ৯ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনেই খেলছিল বাংলাদেশ। তবে দলীয় ৩৫ রানের মাথায় ১৪ বলে ৫ রান করে আউট হন ওপেনার কালাম সিদ্দিকী। এরপর ক্রিজে আসেন অধিনায়ক আজিজুল হাকিম। দ্বিতীয় উইকেটে ওপেনার জাওয়াদ আবরারকে সঙ্গে নিয়ে ম্যাচের বাকি গল্পটা লিখে দেন। এই দুজন গড়েন ১৮৩ রানের বিশাল অবিচ্ছিন্ন জুটি। আবরার ছিলেন রীতিমতো বিধ্বংসী মেজাজে। ১০৬ বলে ১৪ চার ও ৬ ছক্কায় খেলেন ১৩০ রানের অপরাজিত এক অসাধারণ ইনিংস। অন্যদিকে অধিনায়ক আজিজুল হাকিম তাকে যোগ্য সঙ্গ দেন। ৮৯ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন তিনি। এতে  ৯৩ বল ও ৯ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।এর আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পেলেও আল ফাহাদের তোপে দলীয় পঞ্চাশ রানের আগেই ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। মিডল অর্ডারে চামিকা হেনাতিগালার ৫১ ও দিনুরার ৪৭ রানের ইনিংসে ২১১ রানের লড়াকু পুঁজি পায় লঙ্কানরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আ.লীগের ৪৮ নেতা-কর্মী কারাগারে
ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আ.লীগের ৪৮ নেতা-কর্মী কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার পৃথক তিনটি মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন