তিউনিসিয়া থেকে ২১ বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৩ এপ্রিল) এসব বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হয়। ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানায়।দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস লিবিয়ার নিরলস প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তিউনিসিয়া থেকে ২১ জন বাংলাদেশি নাগরিককে ২৩ এপ্রিল দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এ সময় দূতাবাসের মিনিস্টার (শ্রম) প্রত্যাবাসিত অভিবাসীদের তিউনিস-কার্তাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের বিদায় জানান।উল্লেখ্য, এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন কারণে তিউনিসিয়ায় আটকে পড়েছিলেন। দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করার পর তাদের জন্য ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করা হয় এবং আইওএম-এর সহায়তায় দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়।এবি
Source: সময়ের কন্ঠস্বর