চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ পারভেজ (৩০) নামে এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২.৩০ এর দিকে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ রাস্তা পার হচ্ছিলেন এসময় বেপরোয়া গতির কাভার্ডভ্যানটি তাকে ধাক্কা দিলে মাথার মগজ বেরিয়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।খবর পেয়ে চান্দগাঁও থানার এসআই মোঃ লোকমান ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করেন এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।নিহত পারভেজের বাড়ি ভোলা জেলার চরফ্যাশনে। তিনি পরিবার নিয়ে চান্দগাঁও বলিরহাট এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এসআর
Source: সময়ের কন্ঠস্বর