ভারতের ঝাড়খণ্ডে দেশটির সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ মাওবাদী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিহত হয়েছে।সোমবার (২১ এপ্রিল) সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ওই মাওবাদী বিদ্রোহীরা নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ-সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ছত্তিশগড়, ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।ঝাড়খণ্ড পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেন্দ্র কুমার ঝা এএফপিকে বলেন, সোমবার ভোরের দিকে খনিজ-সমৃদ্ধ ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলার বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।তিনি জানান, ভোরের দিকে শুরু হওয়া এই বন্দুকযুদ্ধে অন্তত ৮ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। সংঘর্ষস্থলে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী বেশ ‍কিছু স্বয়ংক্রিয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।গত বছর দেশটির আইনশৃঙ্খলাবাহিনী অন্তত এক হাজার সন্দেহভাজন নকশালপন্থীকে গ্রেপ্তার করেছে। একই সময়ে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে আরও ৮৩৭ মাওবাদী বিদ্রোহী। এছাড়া একই সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ৪০০ জনের বেশি মাওবাদী যোদ্ধা নিহত হয়েছেন।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছরের সেপ্টেম্বরে মাওবাদী বিদ্রোহীদের ‘আত্মসমর্পণ’ অথবা ‘সর্বাত্মক হামলার’ মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার ২০২৬ সালের প্রথম দিকেই মাওবাদী বিদ্রোহ দমনের আশা করছে।চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করেন ভারতের মাওবাদী বিদ্রোহীরা। আদিবাসী অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে লড়াইয়ের দাবি করা মাওবাদীরা নকশাল নামেও পরিচিত। মাওবাদীরা স্থানীয় বাসিন্দাদের জন্য জমি, চাকরি এবং ওই অঞ্চলের অপরিসীম প্রাকৃতিক সম্পদের মালিকানা দাবি করে।মাওবাদী বিদ্রোহীরা ভারতের পূর্ব এবং দক্ষিণাঞ্চলজুড়ে কয়েকটি প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন ধরে লড়াই করছে। ২০০০ এর দশকের গোড়ার দিকে মাওবাদীদের এই আন্দোলন ব্যাপক শক্তিশালী হয়ে ওঠে ও সংগঠনটিতে ব্যাপক জনবল অন্তর্ভুক্ত করা হয়।এরপর নয়াদিল্লি ‘‘রেড করিডোর’’ নামে পরিচিত ওই অঞ্চলে কয়েক হাজার সেনা মোতায়েন করে। এই সংঘাতে দেশটির সরকারি বাহিনীও বিভিন্ন সময়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছে। গত জানুয়ারিতে রাস্তার পাশে মাওবাদীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ ভারতীয় সৈন্য নিহত হন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাজ্যে আবারও জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম
যুক্তরাজ্যে আবারও জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

যুক্তরাজ্যে টানা দ্বিতীয়বারের মতো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘মুহাম্মদ’ নাম। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস জানায়, ২০২৪ সালে সবমিলিয়ে ৫ হাজার ৭১২ Read more

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামে (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার Read more

দীপু মনির গ্রেপ্তারে মিষ্টি বিতরণ, নোংরা সংস্কৃতি বললেন যুবদল নেতা
দীপু মনির গ্রেপ্তারে মিষ্টি বিতরণ, নোংরা সংস্কৃতি বললেন যুবদল নেতা

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তারের খবরে চাঁদপুরে মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে।

সৌদি আরবের ফ্যাশন শো নিয়ে ইসলামী পণ্ডিতদের ক্ষোভের যত কারণ
সৌদি আরবের ফ্যাশন শো নিয়ে ইসলামী পণ্ডিতদের ক্ষোভের যত কারণ

সৌদি আরবের একটা ফ্যাশন শো নিয়ে বিতর্ক চলছে। এই ফ্যাশন শোয় নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মৌলবী ও কট্টরপন্থীরা। যে বিষয়কে Read more

ছোট্ট তুরাইশার পা নেই, পরিবারে এখন শুধু আর্তনাদ
ছোট্ট তুরাইশার পা নেই, পরিবারে এখন শুধু আর্তনাদ

একটি পাঁচ বছরের নিষ্পাপ শিশুর স্বপ্ন ভরা ছোট্ট জীবনটা যেন মুহূর্তেই থমকে গেল। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার ডান পা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন