বাল্টিক সাগরের ওপরে ন্যাটোর আকাশসীমায় রাশিয়ার নজরদারি বিমান দেখা গেছে। আকাশযান শনাক্তের দাবি করেছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মঙ্গলবার (১৫ এপ্রিল) ও বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ন্যাটোর আকাশসীমায় দেখা যায় রুশ ইলিউশিন আইএল-২০এম ‘কুট-এ’ গোয়েন্দা বিমান। সেগুলোকে বাধা দিতে রাফ টাইফুন যুদ্ধবিমানের একটি জোড়া প্রেরণ করা হয়। এর দুই দিন পর ১৭ এপ্রিল কালিনিনগ্রাদ অঞ্চল থেকে উড্ডয়নরত একটি অজ্ঞাত বিমানকে বাধা দেয় আরও দুইটি টাইফুন।এই অভিযানগুলো পোল্যান্ডের মালবর্ক এয়ার বেস থেকে পরিচালিত হয়, যা ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষায় যুক্তরাজ্যের অংশীদারিত্বের অংশ।ন্যাটোর পূর্ব সীমান্তে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটেছে। গত কয়েক মাসে রাশিয়া ও ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে বিমান ও নৌ-অভিযান নিয়ে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়েছে।সামরিক বিশেষজ্ঞরা বলেন, রাশিয়ার এই ধরনের গোয়েন্দা উড্ডয়ন ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার জন্য হতে পারে। অন্যদিকে, ন্যাটো সদস্য দেশগুলো তাদের বিমান ও নৌবাহিনী সতর্ক অবস্থায় রেখেছে যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার জন্য।যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‘ন্যাটো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত। রাশিয়ার যেকোনো অপ্রত্যাশিত কার্যকলাপ কঠোরভাবে পর্যবেক্ষণ ও মোকাবিলা করা হবে’।এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। কয়েক সপ্তাহ আগেই ন্যাটোভুক্ত পোল্যান্ডে ২০০ সেনাসদস্যসহ ছয়টি টাইফুন ফাইটার জেট মোতায়েন করে যুক্তরাজ্য।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর