আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) থাকছে পারটেক্স-শাইনপুকুর ম্যাচ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। আছে পিএসএলের ম্যাচও। অন্যদিকে, লা লিগা ও সৌদি প্রো লিগে আছে একটি করে ম্যাচ।ঢাকা প্রিমিয়ার লিগপারটেক্স–শাইনপুকুরসকাল ৯টা, টি স্পোর্টসনারী বিশ্বকাপ বাছাইআয়ারল্যান্ড–স্কটল্যান্ডবিকেল ৩টা, আইসিসি ডট টিভি ও স্পোর্টজেডএক্স অ্যাপআইপিএলরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–পাঞ্জাব কিংসরাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১পিএসএলকরাচি কিংস–কোয়েটা গ্ল্যাডিয়েটর্সরাত ৯টা, নাগরিক টিভিসৌদি প্রো লিগআল কাদিসিয়াহ–আল নাসররাত ১২টা, সনি স্পোর্টস টেন ২লা লিগাএস্পানিওল–হেতাফেরাত ১টা, স্পোর্টজেডএক্স অ্যাপএবি
Source: সময়ের কন্ঠস্বর