ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বজ্রপাতে আব্দুল আওয়াল নামে (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে কদমমুরি নামক স্থানে ঘটনাটি ঘটে। আব্দুল আওয়াল কুড়িঘর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল আওয়াল বাড়ির অদূরে একটি খোলা মাঠে ধান শুকাতে দেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তিনি শুকাতে দেওয়া ধান জমাতে গেলে এ সময় বজ্রপাতে মারা যান তিনি।নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।থানার ওসি আঃ রাজ্জাক বলেন, বজ্রপাতে একজন মারা গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর