ফিলিস্তিন মুসলিম গনহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে প্যালেস্টাইন সলিডটরি মুভমেন্টের আয়োজনে “মার্চ ফর প্যালেস্টাইন” অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ভোলার হাজার হাজার তৌহিদি জনতা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার সংলগ্ন হাটখোলা জামে মসজিদে চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান খান তালুকদার। এ কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী,  ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি (বিজেপি)সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ অংশ গ্রহন করেন।এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর দখলদার ইসরাইলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা, বোমা বর্ষণ, রাসায়নিক হামলা চালিয়ে আসছে। এ অমানবিক সহিংসতা ও নির্বিচারে গণহত্যার শিকার নিরীহ মুক্তিকামী ফিলিস্তিনি নারী-পুরুষ ও শিশু।ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের ওপর যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে। এবারের গণহত্যা যেন কফিনের শেষ পেরেক। ফিলিস্তিনিদের হত্যা ও বিতাড়িত করার মাধ্যমে মূলত মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাসহ ফিলিস্তিনের পবিত্র ভূমি দখলই মার্কিন-ইহুদি চক্রের মূল লক্ষ্য।বক্তরা আরো বলেন, দখলদার ইসরায়েলের পন্য বয়কটের মাধ্যমে তাদের মূল অর্থনীতিতে আঘাত দিতে হবে। বাংলাদেশের সাথে তাদের সকল ব্যবসায়ীক কূটনীতিক সম্পর্ক ছিন্ন করার দাবী জানান তারা। এছাড়াও ভোলার সকল ব্যবসায়ীদের ইসরায়েলি পন্য দোকানে না রাখার অনুরোধ জানান।ফিলিস্তিন মুসলিমদের উপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ব মুসলিম নেতাদের মজলুম গাজাবাসীর পাশে দাড়ানোর আহ্বান জানান। এদিকে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি সফর করতে সকাল থেকেই ভোলার বিভিন্ন গ্রামে থেকে খন্ড খন্ড মিছিল আসতে থাকে। যা এক সময় জনসমুদ্রে পরিনত হয়। কানায় পূর্ণ হয় ভোলা শহরের কালিনাথ রায়ের বাজারসহ আশপাশের এলাকা।মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মো. মোতাছিম বিল্লাহ, জামায়াতে ইসলামী ভোলা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামি আন্দোলনের জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারি মাওলানা মো. বশির উদ্দিন, হেফাজতে ইসলামের ভোলা জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক  মাওলানা মো  মিজানুর রহমান আজাদী, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহসভাপতি মুফতি আহাম্মদ উল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, জমিয়াতুল মোদাররেছীনের জেলা সভাপতি মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী, বেফাকুল মাদারেসিল আরাবিয়ার জেলা সভাপতি মাওলানা মো. মহিউদ্দিন, জামায়াতে ইসলামীর সদর উপজেলার আমির মাওলানা মো. কামাল হোসেন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা মীর মো. বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মো. আব্বাস উদ্দিন, ইসলামি ঐক্য আন্দোলনের জেলা আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম খান, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের জেলা সভাপতি মাওলানা মো. আমির হোসেন, বেফাকের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ইসরাফিল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহর জেলা সেক্রেটারি মাওলানা মো. সাইফুল ইসলামসহ অন্যান্যরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বক্স কালভার্টে ২৭ বছরের ময়লা সরাতে চসিকের উদ্যোগ
বক্স কালভার্টে ২৭ বছরের ময়লা সরাতে চসিকের উদ্যোগ

দীর্ঘ ২৭ বছর পর চট্টগ্রামের শেখ মুজিব রোডের দেওয়ানহাট-বারিক বিল্ডিং-বন্দর রোডে অবস্থিত বক্স কালভার্টটি পূর্ণাঙ্গভাবে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি Read more

হাঁস বিক্রি করতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
হাঁস বিক্রি করতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের

কিশোরগঞ্জের ভৈরবের আকবরনগর বাসস্ট্যান্ড বাজারে কাঠ বোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন।  নিহতরা হলেন, Read more

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের রুমা উপজেলায় কাঠ বোঝাই চাঁদের গাড়ি দুর্ঘটনায় গাড়ির হেলপার রাজা মিয়া(২৩) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (৯ মে) রাত  সাড়ে Read more

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

চুয়াডাঙ্গার সদর উপজেলার কবিখালী গ্রামে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক রাসেল হোসেন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন