২০২১ সালে অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত ক্রাফদের মামলার রায়ের প্রতিবাদ এবং ছয় দফা দাবিতে বরিশালে সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ব্লোকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এই অবরোধ কর্মসূচি শুরু করা হয়। এসময় শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রায় ১ ঘন্টা ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।এতে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পরে সাধারন যাত্রীরা। এর আগে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর চৌমাথা থেকে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড চত্বরে অবস্থান নেয় তারা। এসময় সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান করে।শিক্ষার্থীরা জানায়, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল, উচ্চ শিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে সহ ৬ দফা দাবী জানানো হয়। দ্রুত দাবী না মানা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দিয়ে সড়ক ছেড়ে দেয় ক্যাম্পাসে যান তারা।শিক্ষার্থীরা আরো বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিলে প্রশাসনের তৎপরতায় গতিপথ পরিবর্তন করে ফের পলিটেকনিক ইন্সটিটিউটে গিয়ে কর্মসূচির সমাপ্তি টানে।এখানে শিক্ষার্থীরা বলে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে ছয়টি দাবি তুলেছিলাম আমরা। কিন্তু তার আমাদের যে সময় নির্ধারন দিয়েছিলেন তা গত ১৫ এপ্রিল শেষ হয়েছে। আমাদের ছয় দফার কোন ব্যবস্থা নেয়নি বলে আজকের আমাদের এই ব্লোকেড কর্মসূচি। তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আজকে আমাদের ছয় দফা দাবি আদায় করে রাজপথ ছেড়েছি। এর পরে মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রতিনিধিদের এখানে এসে দাবি পূরণ করতে হবে। তার পরে রাজপথ ছাড়বো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্ঘটনার পর রথের চূড়া নিয়ে প্রশ্ন উঠেছে: ইসকন নেতা
দুর্ঘটনার পর রথের চূড়া নিয়ে প্রশ্ন উঠেছে: ইসকন নেতা

রথ জোরে টানার কারণে যেমন দুর্ঘটনা ঘটেছে, তেমনি অসংখ্য মানুষ প্রাণেও রক্ষা পেয়েছেন।

বই মেলায় আসছে ইমতিয়াজ আহমেদের গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’
বই মেলায় আসছে  ইমতিয়াজ আহমেদের গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’

বই মেলায় প্রকাশিত হচ্ছে ইমতিয়াজ আহমেদ এর তৃতীয় গল্পগ্রন্থ 'অসমাপ্ত রাতের ছায়া'। প্রকাশনা সংস্থা কিংবদন্তী পাবলিকেশন থেকে বইটি প্রকাশ পেতে Read more

চিনি ভেবে বিষ খেয়ে এক শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে
চিনি ভেবে বিষ খেয়ে এক শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে

কু‌ষ্টিয়ার দৌলতপুরে চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়েছে দুই শিশু। সম্পর্কে ওরা ভাই-‌বোন। বিষক্রিয়ায় তিনবছর বয়সী বোন মিমের মৃত্যু হয়েছে Read more

নিষেধাজ্ঞা উঠল, এবারে বাংলাদেশে কেমন হবে ইলিশের উৎপাদন?
নিষেধাজ্ঞা উঠল, এবারে বাংলাদেশে কেমন হবে ইলিশের উৎপাদন?

ভোলার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে বিবিসি বাংলাকে জানান, “দুই মাস বন্ধ থাকার পরে জেলেদের আকাঙ্ক্ষা থাকে অনেক ইলিশ পাবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন