বিশ্বকাপ বাছাইয়ে গত মাসে মাঠের লড়াইয়ে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। তবে সেই ঐতিহাসিক জয় এখন রীতিমতো বিতর্কে ঢাকা পড়তে চলেছে। ম্যাচ চলাকালে গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবিদ্বেষী স্লোগান ও অশোভন আচরণের অভিযোগ তুলেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং মেসিরা। সিবিএফ জানিয়েছে, ম্যাচের সময় এক আর্জেন্টাইন দর্শক ব্রাজিলিয়ান সমর্থকদের উদ্দেশ্যে বানরের মতো অঙ্গভঙ্গি করেন এবং অবমাননাকর শব্দ ছুড়ে দেন। ঘটনাটি মোবাইলে ধারণ করেছেন এক ব্রাজিলিয়ান সমর্থক, যা এখন অভিযোগের প্রাথমিক প্রমাণ হিসেবে উপস্থাপন করা হতে পারে।ব্রাজিলিয়ান ফুটবল কর্মকর্তারা বিষয়টি ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর কথা ভাবছেন। অভিযোগ জমা পড়লে ফিফা গঠন করবে তদন্ত কমিটি। বিষয়টি প্রমাণিত হলে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে নেওয়া হতে পারে কড়া শাস্তিমূলক ব্যবস্থা।ফিফা অতীতে এমন ঘটনায় স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা কমিয়ে দিয়েছে কিংবা ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের নির্দেশ দিয়েছে। এর আগে, ২০২৪ সালে ইকুয়েডর ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে বর্ণবিদ্বেষী স্লোগানের দায়ে মেসিদের এক ম্যাচ ৭৫% দর্শক নিয়ে খেলতে হয়েছিল। এবার অভিযোগ প্রমাণিত হলে হয়তো পুরোপুরি ফাঁকা গ্যালারিতে খেলতে হতে পারে আর্জেন্টিনাকে।বিশেষ করে, আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়ের ডাবল হেডারে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হোম ম্যাচ রয়েছে। সেই ম্যাচই দর্শকশূন্য হতে পারে, যদি ফিফা কঠিন সিদ্ধান্ত নেয়।আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ:৪ জুন: চিলির মাঠে আর্জেন্টিনা৯ জুন: কলম্বিয়ার বিপক্ষে, আর্জেন্টিনায়মাঠের পারফরম্যান্সে বিশ্ব মাতানো আর্জেন্টিনার জন্য এই ঘটনা বড় এক কালো দাগ হয়ে থাকতে পারে। শুধু জয় নয়, মাঠের বাইরেও ফুটবল ভদ্রতার খেলাই— সেটাই মনে করিয়ে দিল এই ঘটনা। এখন দেখার বিষয়, সিবিএফ সত্যিই অভিযোগ জমা দেয় কিনা এবং ফিফা কী ধরনের শাস্তির সিদ্ধান্ত নেয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এমপক্স নতুন কোভিড নয়’
‘এমপক্স নতুন কোভিড নয়’

এমপক্স নতুন বা পুরনো ভ্যারিয়েন্ট যাই হোক না কেন, এটি নতুন কোভিড নয়। কর্তৃপক্ষ জানে কীভাবে এর বিস্তার নিয়ন্ত্রণ করা Read more

নির্বাচন প্রসঙ্গে যুগপৎ সঙ্গীদের সঙ্গে আজ বসছে বিএনপি
নির্বাচন প্রসঙ্গে যুগপৎ সঙ্গীদের সঙ্গে আজ বসছে বিএনপি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জোরদার করতে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এর ধারাবাহিকতায় Read more

জীবন থেকে বিষাক্ত মানুষ ছুড়ে ফেলুন: পরিণীতি চোপড়া
জীবন থেকে বিষাক্ত মানুষ ছুড়ে ফেলুন: পরিণীতি চোপড়া

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ২৪ সেপ্টেম্বর প্রেমিক রাঘব চাড্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব
রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্পে পৌঁছেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে পৌঁছে তিনি নির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন