পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির পাশের একটি খড় ও খড়ি রাখার টিনশেড ঘরে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে সাদ্দামের মূল ঘরটি অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, ঘরে রাখা খড় ও খড়ি থেকেই আগুন ছড়িয়েছে।সাদ্দামের বড় ভাই প্রিন্স জানান, আগুন লাগার সময় পুরো পরিবার ঘুমিয়ে ছিল। প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভাঙে তাদের। “জীবন নিয়ে কোনোমতে বের হয়ে এসেছি,” বলেন তিনি।সাদ্দামের মা আনোয়ারা বেগম জানান, “আমার স্বামী তিন বছর ধরে অসুস্থ হয়ে বিছানায়। যদি আগুন থাকার ঘরে পৌঁছাতো, তাহলে তাকে বের করে আনাও কঠিন হতো। এখন খুবই আতঙ্কে আছি।” তিনি বলেন, আগুন দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে এবং দোষীদের খুঁজে বের করার দাবি জানান।ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, “আগুনে প্রাথমিকভাবে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন কিভাবে লেগেছে, তা এখনো বলা যাচ্ছে না।”আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার জানান, ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত চলছে।উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সাদ্দামের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সে সময় বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায় এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ তোলে তার পরিবার। এবারকার ঘটনা পূর্বের ঘটনারই পুনরাবৃত্তি কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় সংসদ সদস্য হানিফের বাড়িতে হামলা-ভাঙচুর
কুষ্টিয়ায় সংসদ সদস্য হানিফের বাড়িতে হামলা-ভাঙচুর

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা। 

লাল প্রোফাইলে জবি শিক্ষার্থীদের ভার্চুয়াল প্রতিবাদ
লাল প্রোফাইলে জবি শিক্ষার্থীদের ভার্চুয়াল প্রতিবাদ

সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষিত ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

১১ বছর ধরে ‘গুম’ কুমিল্লায় সাবেক এমপি হিরু 
১১ বছর ধরে ‘গুম’ কুমিল্লায় সাবেক এমপি হিরু 

প্রায় ১১ বছর আগে র‍্যাবের হাতে আটক হয়ে কুমিল্লা থেকে ‘নিখোঁজ’ হন লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ Read more

আজ টেলিভিশনে শাকিব খানের যত সিনেমা 
আজ টেলিভিশনে শাকিব খানের যত সিনেমা 

ঈদ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো নানারকম আয়োজন করে। নাটক-টেলিফিল্মের পাশাপাশি তারকাদের অভিনীত সিনেমা প্রচার করা হয় এ সময়।

নির্মাণের ১০ দিনের মধ্যে যাচ্ছে সড়কের পিচ
নির্মাণের ১০ দিনের মধ্যে যাচ্ছে সড়কের পিচ

কোথাও হাতের টানে উঠে যাচ্ছে, কোথাও আবার পায়ের আঙ্গুলের ঘষা খেয়েই উঠে যাচ্ছে, কোথাওবা পায়ের চাপে দেবে যাচ্ছে সড়কের পিচ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন