যশোরে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রাব্বিল হোসেন মানিককে (২৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে শহরের চাঁচড়া রায়পাড়া থেকে গ্রেপ্তার করে। মানিক শংকরপুর ইসহাক সড়কের হিরুজুল হকের ছেলে। যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক জানান, মঙ্গলবার দিবাগত রাতে চাঁচড়া রায়পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল (৭.৬৫ মি.মি) পাওয়া যায়। মানিক সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো। তার বিরুদ্ধে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়ার অভিযোগ রয়েছে। মানিকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর