নেত্রকোনার খালিয়াজুরী হাওরের রসুলপুর ফেরিঘাটে বজ্রপাতে নিজাম উদ্দিন (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। একই সময়ে একই উপলোর রানু মিয়া ও কবির মিয়া নামের আরও দুজন আহত হয়েছেন।মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন রসুলপুর গ্রামের সন্জুর মিয়ার ছেলে। আহত রনু মিয়া একই গ্রামের হামিদ মিয়ার ছেলে। অপর অহত কবির মিয়া কৃষ্ণপুর গ্রামের বাসিন্ধা। জানা গেছে, নিহত নিজাম উদ্দিন ও আহত রনুু মিয়া রসুলপুর ফেরিঘাট এলাকায় ছিলেন। অন্যদিকে কবির মিয়া কৃষ্ণপুর হাওর থেকে বাড়ি ফিরছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ ব্যাপারে জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, আমরা খোঁজ নিয়ে নিহত এবং আহতদের সরকারী সহায়তাসহ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে থাকবো। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২৪
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২৪

জন্মদিনের পার্টিতে গুলির ঘটনায় একজন নিহত ও অন্তত ২৪ জন আহত।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন