গাজীপুরের শ্রীপুরে পুলিশের যৌথ অভিযানে অনলাইন ক্যাসিনো সম্রাট মোশাররফকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল ) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বেতজুরি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ । এ সময় মোশারফ এবং তার বাহিনী সদর থানা ওসিসহ ৮ জন পুলিশ সদস্যকে ঘরের ভেতরে আটকে রাখে।মোশরফের ডাক চিৎকারে তার পালিত বাহিনী এসে ঘরের দরজা ও সিলিং দেশীয় অস্র দিয়ে কুপিয়ে ঘরের ভেতর ঢুকে পুলিশের উপর হামলা চালায়।হামলায় সদর থানা ওসিসহ ৭ জন পুলিশ সদস্য আহত হয়।পরে শ্রীপুর থানাকে খবর দিলে দু’থানার যৌথ অভিযানে অনলাইন ক্যাসিনোর সম্রাট মোশাররফ সহ সাত জনকে আটক করে পুলিশ।আটককৃতরা হল, শ্রীপুর উপজেলার বেতজুরি গ্রামের খয়বর আলীর ছেলে ক্যাসিনো সম্রাট মোশাররফ, মৃত মফিজ উদ্দিনের ছেলে সেলিম মিয়া, আব্দুল লতিফ এর ছেলে আবু বক্কর সিদ্দিক, মৃত মফিজ উদ্দিন এর ছেলে আব্দুর রহমান, সাদীর মিয়ার ছেলে সোহেল রানা, দিনাজপুর জেলার হাকিমপুর থানার হামিদুল ইসলাম এর ছেলে নাজমুল হোসেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার কাজা গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে রুবেল মিয়া। স্হানীয়রা জানায়, শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বেতজুরি গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল লতিফের মেয়ে সোনিয়ারকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই থাকে মোশারফ। সে দীর্ঘদিন যাবত অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত। মোশাররফের দেশের বাড়ি নওগাঁ জেলায়। তিনি দিনমজুর খয়বর মোশাররফ ছেলে।বিয়ের পর শ্বশুরের সাথে সেও দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করত। তাদের বাড়ি ভিটে ছাড়া মোশাররফের বৈধ কোনো আয়ের উৎস নেই। শুধুমাত্র অনলাইন ক্যাসিনো দিয়ে রাতারাতি তিনি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। এখন তার রয়েছে দামি গাড়ি, কয়েকটি বাড়ি দৃশ্যমান কোটি কোটি টাকা। স্থানীয়রা আরও বলেন, মোশাররফ দীর্ঘদিন ধরে ক্যাসিনো খেলে অনেক যুবককে নিঃস্ব করে দিয়েছে। এভাবে সে এখন কোটি কোটি টাকার মালিক। সে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের উৎকোচ দিয়ে ক্যাসিনোর ব্যবসা চালু রেখেছেন। তার চলাফেরা আর দাপটে এলাকার মানুষ কথা বলতে সাহস পেতেন না।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, মোশাররফ দীর্ঘদিন ধরে অবৈধ অনলাইন ক্যাসিনো ব্যবসা চালিয়ে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে রবিবার রাত সাড়ে দশটার দিকে মোশারফ সহ সাত জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।সাত দিনের রিমান্ড চেয়ে তাদেরকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
শিবচরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে তিনটি ট্রাকের সংঘর্ষের ঘটনায় ঢাকামুখী লেনে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আশুলিয়ায় চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ, ৫ কিলোমিটার যানজট
আশুলিয়ায় চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ, ৫ কিলোমিটার যানজট

ঢাকার সাভারের আশুলিয়ায় চাকরির দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে সোমবার (১৯ আগস্ট) দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে Read more

ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ
ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ

এবারের ঈদ উৎসবে যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে ও চাচা ভাইপোসহ ৫ জনের প্রাণহানী হয়েছে। ইদ পরবর্তী তিন দিনে যশোর Read more

চীনকে ফিলিপাইনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি 
চীনকে ফিলিপাইনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি 

দক্ষিণ চীন সাগরের ভূখণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে চীন ও ফিলিপাইনের মধ্যে অচলাবস্থা চলছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন