ফিলিস্তিনের গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।কাটজ তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লিখেন, ‘গাজা আরও ছোট এবং আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এর আরও বেশি সংখ্যক বাসিন্দাকে যুদ্ধাঞ্চল থেকে সরে যেতে বাধ্য করা হবে।’তিনি বলেন, ইহুদিদের পাসওভার ছুটির সময় ইসরাইলি সামরিক বাহিনী মোরাগ অক্ষের নিয়ন্ত্রণ নিয়েছিল। এটি গাজাজুড়ে পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত একটি ১২ কিলোমিটার করিডোর যা খান ইউনিস এবং রাফাহ শহরগুলোকে পৃথক করে।ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী লিখেন, ‘ফিলাডেলফি করিডোর এবং মোরাগের মধ্যবর্তী এলাকাটি এখন ‘ইসরাইলি নিরাপত্তা অঞ্চলের অংশে পরিণত হয়েছে।’তিনি বলেন, ‘ইসরাইল উত্তর গাজার বাফার জোনও প্রসারিত করেছে, কয়েক হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে এবং ভূখণ্ডের কিছু অংশকে ইসরাইলি নিরাপত্তা অঞ্চলে রূপান্তর করেছে।’সম্প্রতি ইসরাইলি সেনাবাহিনী উত্তর গাজার বেইত লাহিয়া, বেইত হানুন এবং জাবালিয়া অঞ্চলের পাশাপাশি পুরো রাফাহ শহর এবং খান ইউনিসের কিছু অংশে জোরপূর্বক উচ্ছেদের আদেশ জারি করেছে। শনিবার, ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা রাফাহ ঘেরাও সম্পূর্ণ করেছে এবং এটিকে খান ইউনিস থেকে আলাদা করে মোরাগ অক্ষ স্থাপন করেছে।২০২৩ সাল থেকে চলমান ইসরাইলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯৪৪ জনে পৌঁছেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর