নেত্রকোণায় বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের সহযোগীতায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় কৃষি প্রতিবেশবিদ্যা ও গ্রামীণ লোকসংস্কৃতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এর পাশাপাশি কুমার কুমারীদের দ্বারা তৈরি করা বিভিন্ন মাটির তৈজসপত্র প্রদর্শন করা হয়। আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা গ্রামের কুমার পাড়ায় সবুজ সংহতি ও কুমারী নারী সংগঠন এর উদ্যোগে এই আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। আলোচনায় কুমার কুমারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরা হয়। উপস্থিত কুমার কুমারীরা বর্তমানে তাদের এই পেশা থেকে সরে আসার কারণ তুলে ধরেন। তারা জানান, মাটি সংগ্রহ, তৈজসপত্র তৈরি, পুড়ানো, রং করা তারপর বিভিন্ন মেলায় নিয়ে বিক্রি করা, তা অনেক ব্যয়বহুম ও অনেক সময়ের কাজ। এ ছাড়াও বর্তমানে এক দুইটি নির্ধারিত মেলা ছাড়া তারা মাটির জিনিস বিক্রি করতে পারে না। তাদের মাটির জিনিসের নির্ধারিত কোন বাজার না থাকায় এবং পণ্যের ব্যয় খরচ না পাওয়ায় ধীরে ধীরে এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের ছেলে মেয়েরা। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় সহজলভ্য ঋণের ব্যবস্থার পাশাপাশি যদি সারা বছর তাদের পণ্য বিক্রয়ের জন্য আলাদা কোন বাজার বা মার্কেট এর ব্যবস্থা থাকত তাহলে এ পেশা বাঁচিয়ে রাখার জন্য কিছুটা আশা থাকত। আলোচনা ও প্রদর্শনী সভায় উপস্থিত ছিলেন- বারসিকের সহকারী সমন্বরকারী শংকর ম্রং,সবুজ সংহতীর সাংগাঠনিক সম্পাদক মির্জা হৃদয় সাগর, সাংবাদিক তানভীর হায়াত খান, সাংবাদিক আবু সুফিয়ানসহ ২০ থেকে ২৫টি পরিবারের কমার/কুমারী ও তাদের ছেলে মেয়েরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব রেকর্ড গড়ে উগান্ডাকে স্বর্ণ জেতালেন জোশুয়া
বিশ্ব রেকর্ড গড়ে উগান্ডাকে স্বর্ণ জেতালেন জোশুয়া

দেশ হিসেবে তারা খুবই ক্ষুদ্র। কিন্তু উগান্ডার ইতিহাসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জোশুয়া চেপতেগেই।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন