কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র্যাব সদস্যরা শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগর উপকূলীয় এলাকায় মাদক বিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করে ৭ মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরের দিকে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস বার্তার মাধ্যমে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ২ টার দিকে শাহপরীরদ্বীপে দায়িত্বরত কোস্টগার্ড ও র্যাব-১৫ টেকনাফ শাখার কর্মরত সদস্যরা দ্বীপের ঘোলার চর সংলগ্ন সাগরে একটি ফিশিং ট্রলারে যৌথ অভিযান পরিচালনা করে। মাছ শিকার করার আড়ালে মাদক পাচারে জড়িত ৭ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক উক্ত ট্রলার থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।ধৃত ৭ মাদক পাচারকারী হচ্ছে মো.ফারুক (২০), ওমর ফারুক (২৭), আরাফাত উল্লাহ (২৬),মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মো. রফিক (২৬),ও আসাদ উল্লাহ (২২)। তারা সবাই টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প-২৬ এ বসবাসরত বাসিন্দা।আটক ৭ কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।এসআর
Source: সময়ের কন্ঠস্বর