মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে রান্নাঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার (০৯ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজৈর উপজেলার পশ্চিম স্বমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।জানা যায়, রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল এলাকায় ইসমাইল খলিফার ছেলে মাসুম খলিফার সাথে প্রতিবেশি সাহেদ আলী বেপারীর ছেলে শাহজালাল বেপারীর জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে দেওয়াল নির্মান করবে প্রতিপক্ষ বিরোধ পুর্ন জমিতে রান্নাঘর থাকায় রান্নাঘর ভাঙ্গার জন্য তাগিদ দিতে থাকে শাহাজালাল বেপারী। এতে মাসুম বেপারী সময় চান শাহাজালাল বেপারীর কাছে এতে সে ক্ষিপ্ত হয়ে চলে যায় পরে দুপুর ২টার দিকে মাসুমের রান্নাঘরে আগুন ধরিয়ে পালিয়ে যাবার অভিযোগ ওঠে প্রতিপক্ষ শাহজালালের বিরুদ্ধে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।ভুক্তভোগী মাসুম খলিফা বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই বুধবার দুপুরে আমাদের হুমকি দিয়ে যায় শাহজালাল ও তার লোকজন। এরকিছু সময় পরেই ঘটে আগুনের ঘটনা। আমরা এর বিচার চাই।এদিকে ঘটনার সাথে জড়িত নন বলে দাবি অভিযুক্ত শাহজালালের। তিনি বলেন, জমি নিয়ে বিরোধ থাকলেও ফঁাসানোর জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি করছি।এব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, আগুনে রান্নাঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।এআই
Source: সময়ের কন্ঠস্বর