গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় টেকনো টেক্সটাইল মিলে কর্মরত এক শ্রমিকের লাশ মিলের টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৬ এপ্রিল) দুপুরে মিলের টয়লেটে শ্রমিকের মরদেহ দেখতে পায় সহকর্মীরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে, পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত শ্রমিকের নাম আলী আকবর (৩৫)। তিনি চুয়াডাঙ্গার বিষ্ণুপুর এলাকার আসান মণ্ডলের ছেলে।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. হযরত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে টেকনো টেক্সটাইল মিলে টয়লেট থেকে শ্রমিক আলী আকবরের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর