কয়েকদিন ধরে পাবনা জেলায় মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মাঝে ভাঙ্গুড়া উপজেলায় চলতি মৌসুমের প্রথমবারের মতো শিলা বৃষ্টি হয়েছে। রবিবার (০৬ এপ্রিল) রাত নয়টার দিকে আকস্মিকভাবে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়।স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর থেকে উপজেলায় শীতল হাওয়া বইছিল। রাত নয়টার দিকে হঠাৎ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। তবে ঝড় ও বৃষ্টি পুরো উপজেলায় হলেও শুধু ভাঙ্গুড়া পৌরসভা ও তার আশপাশের কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়। এটি এই মৌসুমে প্রথম শিলাবৃষ্টি।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান সময়ের কন্ঠস্বরকে বলেন, এটি চলতি মৌসুমের প্রথম শিলাবৃষ্টি। তবে এটি অতিভারি বৃষ্টি না হওয়ায় এবং শিলা পড়ার সময় মাত্র কয়েক মিনিট স্থায়ী হওয়ায় বোরো ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।এনআই
Source: সময়ের কন্ঠস্বর