মাগুরায় আলোচিত ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শিশুটির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। বুকের মানিককে হারিয়ে বাকরুদ্ধ তার মা। বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় একে একে দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির। এরপর দুপুরে তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর হৃদস্পন্দন ফেরেনি অভিমানী হৃদয়ে। ঘৃণা, লজ্জা, অভিমানে জমে থাকা শ্বাস চিরমুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে। মায়ের অবুঝ মন যেন মানে না। গত কয়েক দিন ধরেই নাড়ি ছেঁড়া ধনের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। শেষ পর্যন্ত ছোট মেয়েকে হারিয়ে অনেকটা দিশেহারা তিনি। শিশুটির মৃত্যুর খবর শুনে হাসপাতালের মেঝেতে কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করছিলেন তার মা। তিনি বলেন, ‘আমার মণি যেভাবে মরছে, আমার মণি যেভাবে গলায় ফাঁস দিয়ে মরছে, আমি তারও (অপরাধীর) ফাঁস দিয়ে বিচার চাই। (তার) এ রকম মৃত্যু চাই আমি, আমার মণির যেমন বেলেড দিয়ে কাটছে, গলায় ফাঁস দেসে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওরে যেন ওইরকম ফাঁসি দিয়ে মারে। ও রকম যেন ওরে বেলেড দিয়ে কাটে। আমার মেয়েটারে যে কষ্ট দিছে না? আমি তারেও এরকম দেখতে চাই।গত ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশুটি। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) স্থানান্তর করা হয়। এরপর ৭ মার্চ রাতে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। গত ৮ মার্চ সন্ধ্যায় সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির চিকিৎসায় সিএমএইচের প্রধান সার্জনকে প্রধান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চার জনের নামে মামলা করেন। ধর্ষণের অভিযোগে শিশুটির ভগ্নিপতি সজীব (১৮), সজীবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) ও মা জাবেদা বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণের অভিযোগে করা মামলার চার আসামির মধ্যে তিনজন পুরুষের ডিএনএ পরীক্ষার জন্য এরইমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে তিন আসামিকে মাগুরা থেকে ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবে আনা হয়। একই সঙ্গে শিশুটির ডিএনএ নমুনাও জমা দেয়া হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমজানের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লির আগমন কাবায়
রমজানের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লির আগমন কাবায়

চলতি রমজান মাসের প্রথম ১০ দিনে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র মসজিদ কাবায় এসেছেন রেকর্ড আড়াই কোটি মুসল্লি। এর আগে কোনো Read more

গোলশূন্য ড্রতে প্রথমার্ধ শেষ আর্জেন্টিনা-কলম্বিয়ার
গোলশূন্য ড্রতে প্রথমার্ধ শেষ আর্জেন্টিনা-কলম্বিয়ার

শুরুতেই কলম্বিয়ান সমর্থকদের উচ্ছৃঙ্খলতা। তাতে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে দেখা দেয় সমস্যা।

মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা
মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে চালকের মৃত্যু
চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে চালকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-কালিগঞ্জ সড়কের আকুন্দবাড়িয়া নামক স্থানে কাঠ বোঝায় আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকের মৃত্যু হয়েছে।

দর্শক তাকে ‘জাতীয় ক্রাশ’ বলছেন
দর্শক তাকে ‘জাতীয় ক্রাশ’ বলছেন

দর্শকপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। ২০১৮ সালে মুক্তি পায় এ সিরিজের প্রথম মৌসুম। ২০২০ সালে মুক্তি পায় দ্বিতীয় মৌসুম।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন