নেত্রকোনার জেলা শহরের আরামবাগ এলাকায় ক্লুলেস একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উৎঘাটন করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে দুই যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয় । গ্রেফতারকৃতরা হলো নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার হাসানোয়াগাঁও গ্রামের মোঃ শহিদের ছেলে আরিয়ান আহমেদ রাজীব (২২) ও জেলা শহরের ছোট বাজার এলাকার নুরুল ইসলাম এর ছেলে সাউন বিন তোহা আব্দুল্লাহ (১৫)।মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জেলা শহরের আরামবাগ এলাকার মৃত আরমান আলীর স্ত্রী মাজেদা বেগম স্বামী ও ছেলে সন্তান না থাকায় একাই বাসায় বসবাস করতেন। এই একাকিত্বের সুযোগে গত ২০ মার্চ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টার মধ্যে দুর্বৃত্তরা মাজেদা বেগমকে তার নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা করে তার কাছ থেকে ১৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও কানের দুল লুট করে নিয়ে যায়।এ ঘটনায় মৃত মাজেদা বেগমের মেয়ে ফারিয়া সুলতানা ইতি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ২৫ মার্চ নেত্রকোণা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে নেত্রকোণা মডেল থানার পুলিশের একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে মাজেদা বেগমের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে।পরে মোবাইলের সূত্র ধরে ৩রা এপ্রিল নেত্রকোণা সদর উপজেলার ছোট বাজার এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত রাজীব ও আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করা সাত হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাজেদা বেগমকে শ্বাসরোধ করে হত্যা এবং নগদ টাকা, মোবাইল ফোন ও কানের দুল লুটের কথা স্বীকার করেছে।হত্যার ঘটনায় আরো কেউ জড়িত ছিল কি না সেই বিষয়ে তদন্ত চলছে এবং বাকি লুট করা মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর