টাঙ্গাইলের মির্জাপুরে ৭ লাখ টাকা চাঁদা না দেয়ায় ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করার পর এবার মামলা তুলে নিতে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। শনিবার (২৯ মার্চ) ভুক্তভোগী আবু তালেব মির্জাপুর প্রেসক্লাবে এসে অভিযোগ করেন।মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোড়াই খামারপাড়া গ্রামের বাসিন্দা ইটভাটা মালিক মোস্তফা মিয়ার কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদাবাজরা। দাবিকৃত চাঁদা না দেয়ায় গত ৫ মার্চ না কেবিএম-৩ ইটভাটার একটি ট্রাক গোড়াই মইননগরের রাস্তায় আটক করে তারা। খবর পেয়ে ভাটা মালিক মোস্তফা মিয়ার ভাই শফি মিয়া, ছেলে আবু তালেব ও ভাতিজা রাসেল সেখানে আসলে চাঁদাবাজরা দা, লাঠি ও চাকু দিয়ে ভাটা মালিকের ভাই শফি মিয়া ছেলে আবু তালেব ও ভাতিজা রাসেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে আবু তালেব ও রাসেলের অবস্থার অবনতি হলে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে আবু তালেবের অবস্থার অবনতি হলে গুরুতর উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।এ ঘটনায় ইটভাটা মালিক মোস্তফা মিয়া বাদী হয়ে গোড়াই খামারপাড়ার বাসিন্দা আলমগীর হোসেন পাখি, লোকমান হোসেন, হানিফ সাধু, জুবায়ের, তোফাজ্জল, আকরাম, জামান, শিশির ও তারা মিয়াকে আসামী করে মির্জাপুর থানায় একটি মামলা করেন। এদিকে মামলার পর প্রধান তিন আসামী জুবায়ের, তোফাজ্জল ও আকরাম ছাড়া অন্য আসামিরা জামিনে এসে ভাটা মালিককে মামলা তুলে নিতে ও পুনরায় চাঁদা দাবি করে অনবরত হুমকি দিয়ে চলেছে বলে আহত আবু তালেব জানিয়েছেন। শুধু তাই নয় আসামিদের ভয়ে কেবিএম ইটভাটার ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। গত ২৭ মার্চ দুপুরে ইটভাটার কয়লা ভর্তি একটি ট্রাক পুনরায় চাঁদা দাবি করে রাস্তায় আটকে দেয়। পরে তারা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ আসে। পুলিশ দেখে আসামীরা পালিয়ে যায়।মামলার আসামী আলমগীর হোসেন পাখি বলেন, চাঁদাবাজির কথা অস্বীকার করেন, রাস্তায় ধূলাবালু উড়ে সমস্যার সৃষ্টি করায় ট্রাক আটক করা হয়েছিল। মূলত ইটভাটার অংশিদারিত্ব নিয়ে ভাটা মালিক মোস্তফার সঙ্গে বিরোধ রয়েছে বলে তিনি জানান।এব্যাপারে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, মারামারি ঘটনায় দুই পক্ষই থানায় মামলা করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (মঙ্গলবার) বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।২য় টি-টোয়েন্টিবাংলাদেশ-পাকিস্তানসন্ধ্যা ৬টা, টি স্পোর্টস Read more

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চাতরী চৌমুহনী বাজারে ময়লার স্তুপ, পথচারীদের নাকাল অবস্থা
চাতরী চৌমুহনী বাজারে ময়লার স্তুপ, পথচারীদের নাকাল অবস্থা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চাতরী চৌমুহনী বাজার এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। রাস্তার দুই পাশে জমে উঠেছে বর্জ্যের Read more

নেত্রকোনায় ধানক্ষেতে পড়ে ছিল নারীর মরদেহ
নেত্রকোনায় ধানক্ষেতে পড়ে ছিল নারীর মরদেহ

নেত্রকোনার দুর্গাপুরে একটি ধান খেতে পড়েছিল আছিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নারীর লাশ।শুক্রবার(১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির Read more

আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

লড়াই যে জমজমাট হবে, সেটা আগেই ধারণা করা হয়েছিল। মাঠেও দেখা গেল উত্তেজনা আর উন্মাদনার রেশ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন