নেত্রকোনার দুর্গাপুরে একটি ধান খেতে পড়েছিল আছিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নারীর লাশ।শুক্রবার(১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রাম থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।নিহত আছিয়া খাতুন ওই এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে। আছিয়া খাতুনের স্বামী জীবিত নেই। সংসার জীবনে তাঁর কোন সন্তান হয়নি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী ও কোন সন্তান না থাকায়, শিরবির গ্রামে বোনের বাড়িতে থাকতেন আছিয়া। তিনি দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। কখনও রাতের বেলায় বাড়িতে ফিরতেন কখনও ফিরতেন না। তবে সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাতে দাখিনাইল চৌরাস্তায় স্থানীয় লোকজন তাঁকে ঘুরাফেরা করতে দেখেন। কিন্তু ওই দিন রাতে তিনি বাড়ি ফেরেননি। শুক্রবার দুপুর ১২টার দিকে শিরবির গ্রামে একটি ধান খেতে পড়ে থাকা অবস্থায় মরদেহ স্থানীয় লোকজন দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনার স্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, স্থানীয় লোকজনও আছিয়া খাতুনের স্বজনদের ভাষ্যমতে তিনি মানসিক অসুস্থ ছিলেন। মৃতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর