দিনাজপুরের বিরামপুরে ওলামা মাশায়েখদের সম্মানার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ ) বিকেল ৫ টাই বিরামপুর আদর্শ স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিরামপুর উপজেলা শাখা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও পাউশগাড়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম, বিরামপুর উপজেলা আমীর মোঃ হাফিজুল ইসলাম,বিরামপুর বনিক কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আশরাফুল ইসলাম ।অনুষ্ঠানে বিরামপুর পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোত্তালেবের সঞ্চলনায় আরও বক্তব্য দেন বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর পৌর আমীর মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আব্দুর নুর, মাওলানা মাগরিব বিন আফাজ, মুফতি আবু হুরায়রা প্রমুখ।প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক বলেন, আমরা যদি ঐক্যমত থাকি তাহলে আগামী পার্লামেন্ট হবে আলেম-ওলামাদের পার্লামেন্ট। আমরা একমত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ এই কথার উপর ভিত্তি করে মতভেদ মুক্ত ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, বৈষম্য মুক্ত সমাজ কায়েম করার জন্য, ইনছাব ভিত্তিক সমাজ কায়েম করার জন্য, ন্যায় ভিত্তিক সমাজ কায়েম করার জন্য আলেম-ওলামাদের সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আলেম-ওলামারা অগ্রণী ভূমিকা ছিল। আলেম-ওলামারা একমত থাকলে ইসলামী সমাজ ব্যবস্থা ও আল্লাহর আইন কায়েম করা সম্ভব। মাওলানা আশরাফুল ইসলাম দোয়া মুনাজাতে দেশ, জাতি ও সমাজের কল্যাণ কামনা করে ইফতারের মাধ্যমে সমাপ্ত হয়।এনআই
Source: সময়ের কন্ঠস্বর