পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক আবাসিক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা এলাকায় অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রেজওয়ান পারভেজ (২২) ঐ মাদ্রাসার আবাসিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এক ভুক্তভোগীর অভিভাবক মানিক হোসেন বাদি হয়ে দেবীগঞ্জ থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত রবিবার (১৬ মার্চ) রাত দেড়টার দিকে ১১ বছর বয়সী শফিক (ছদ্মনাম) নামের এক ছাত্রকে ঘুম থেকে ডেকে নিয়ে পাশের টিনশেড ঘরের ভেতরে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন অভিযুক্ত শিক্ষক। পরে শিশুটিকে কোরআন শরিফ ছুঁয়ে শপথ করানো হয়, যেন এ ঘটনা কাউকে না জানায়। কিন্তু পরদিন তারাবির নামাজের সময় সে পরিচিত গোলাম রাব্বিকে বিষয়টি জানায়। গোলাম রাব্বি ঘটনাটি শফিকের অভিভাবকের কাছে পৌঁছে দেন। পরবর্তীতে শফিকের বাবা স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে মাদ্রাসায় গিয়ে শফিকের সঙ্গে কথা বললে সে কান্নায় ভেঙে পড়ে এবং বিস্তারিত জানায়। তখন মাদ্রাসার অন্যান্য ছাত্রদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ১৩ বছর বয়সী রফিক (ছদ্মনাম) অভিযোগ করে, গত ১০ মার্চ (সোমবার) রাতেও একই ব্যক্তি তার ওপর একই ধরনের নির্যাতন চালিয়েছেন।বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরনবীকে ফোনে জানানো হলে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পরে পুলিশ রাত দেড়টার দিকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘প্রবাসে ও দেশে কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার’
‘প্রবাসে ও দেশে কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন-পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবন নিশ্চিত করতে Read more

ইউজিসির নতুন চেয়ারম্যান হলেন ফায়েজ
ইউজিসির নতুন চেয়ারম্যান হলেন ফায়েজ

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ আবদুল ফায়েজকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে Read more

বাংলাদেশের মতো এতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের মতো এতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের মতো এতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার Read more

যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস
যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস

ভারতের বৃহত্তম কয়লা ভাণ্ডার পাওয়া গেছে পশ্চিমবঙ্গে বীরভূমে দেউচা পাচামী অঞ্চলে। এখন সেখানে আছে শয়ে শয়ে পাথর খনি আর পাথর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন