গজারিয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবিদের সন্মানে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি।সোমবার (১৭ মার্চ) বিকাল ৪টায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর মেঘনা ভিলেজ পার্কে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআনের পাখি মাদ্রাসা ছাত্রদের নিয়ে দেশ, জাতি, মানুষের কল্যানে মোনাজাত করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো:কামরুজ্জামান রতন।উপজেলা বিএনপি’র সিনি:যুগ্ম আহবায়ক মো.ইসহাক আলীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মো. রফিকুল ইসলাম ভিপি মাসুম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহমান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইদ্রিস মিয়াজী ভিপি মোহন, জেলা যুব দলের সিনি:যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুন্না, জেলা বিএনপি নেতা মাসুদ ফারুক, দেওয়ান হারুন অর রশিদ, নুরুল আমিন সরকার, উপজেলা যুব দলের সদস্য সচিব নাজির শিকদার, যুগ্ম আহবায়ক খন্দকার জালাল উদ্দীন রিমু, কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে শত শত মাদ্রাসা ছাত্রদের নিয়ে মোনাজাত করছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ইফতার ও দোয়ার মাহফিলে অংশ গ্রহণ করেন।এআই
Source: সময়ের কন্ঠস্বর