মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের জন্য সাজানো গাড়িতে বর ও তার পরিবারসহ কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুন্না রাজগড় (২৭), কিন্তু ৪০ কিলোমিটার পথ অতিক্রম করার পর হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মুন্না রাজগড় জুড়ী উপজেলার রাজকি চা-বাগানের বাসিন্দা এবং তিনি কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানের নতুন লাইন এলাকায় বিয়ে করতে যাচ্ছিলেন। বিয়ের জন্য সাজানো গাড়িতে সেজেগুজে কনের বাড়ির পথে বেরিয়ে যাওয়ার পর, প্রায় গন্তব্যে পৌঁছানোর সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অপরদিকে, তার সাথে থাকা বরযাত্রীদের অন্যান্য গাড়িগুলো রাস্তায় থমকে যায়। কিছু সময় পর মুন্নাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আকিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এটিকে অত্যন্ত মর্মান্তিক বলে জানিয়েছেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর