চট্টগ্রামের বোয়ালখালীতে এক মাদক কারবারিকে ৩০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ মার্চ) রাতে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তির নাম বিষু দাস (৪১)। তিনি বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী সর্দার পাড়ার মৃত বিমল দাসের ছেলে।বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব গোমদণ্ডী এলাকা থেকে ৩০০ লিটার চোলাই মদসহ বিষু নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।এআই
Source: সময়ের কন্ঠস্বর