বইমেলার টাস্কফোর্স কমিটির আহ্বায়ক সেলিম রেজা বলেন, “সকালে দশটার পরে যখন বিষয়টা বাংলা একাডেমির দৃষ্টিগোচরে এসেছে তখন এ বিষয়ে আমরা কনসার্ন ছিলাম। আমাদের টাস্কফোর্স বিকেলে সাড়ে চারটায় ওই স্টল পরিদর্শনেও গেছে এবং যে বইগুলো নিয়ে আপত্তি ছিল সেগুলো ওনারা ওখানে দেখতে পান নাই। অর্থাৎ ওই বইগুলা সেখানে বিক্রিও হচ্ছে না এবং বইও ছিলো না”।
Source: বিবিসি বাংলা