বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ফুটবল) ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। এ জয়ে দীর্ঘ ২২ বছরের অচলায়তন ভেঙেছে দলটি। শিরোপা জেতার পর জমকালো আয়োজনও করেছে সাদ-কালোরা। তবে সেই আনন্দ শেষ হতেই এবার পদত্যাগ করলেন ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। আজ বৃহস্পতিবার (০৫ জুন) ক্লাব সভাপতি সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীন (অব) বরাবর পদত্যাগপত্র দিয়েছেন আলমগীর। অনুলিপি দিয়েছেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদের কাছে।জানা গেছে, ব্যক্তিগত প্রয়োজনে পদত্যাগ করেছেন তিনি। তবে ফুটবল কমিটির চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেও ক্লাবের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়া ক্লাবের প্রয়োজনে সদা তৎপর থাকবেন বলেও উল্লেখ করেছেন পদত্যাগপত্রে। মোহামেডানের ঐতিহাসিক শিরোপাজয়ে আলমগিরের গুরুত্বপূর্ণ অবদান আছে। ক্লাব সূত্রে জানা গেছে, গত ৪ মৌসুমে আলমগীর এবং ক্লাব সভাপতি ব্যতীত তেমন কেউই অর্থনৈতিক সাহায্য করেননি। অর্থাৎ পরিশ্রমের পাশাপাশি অর্থ দিয়েও ক্লাবকে আগলে রেখেছেন এই সংগঠক।পদত্যাগপত্রে ক্লাব সভাপতিকে দ্রুত সময়ে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের আয়োজনের অনুরোধ জানিয়েছেন আলমগির। তিনি প্রত্যাশা করেন, নতুন পরিচালনা পর্ষদ ক্লাবকে আরো গতিশীল ও সাফল্য মণ্ডিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি তিনি ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে মনোনয়ন দেয়ার তাগিদ দিয়েছেন।  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আগের দুই শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
ঈদের আগের দুই শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

ঈদুল আজহার আগের দুই শনিবার দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।১১ ও ১২ জুন নিবার্হী আদেশে Read more

নড়াইলে এক যুবক কুপিয়ে হত্যা 
নড়াইলে এক যুবক কুপিয়ে হত্যা 

নড়াইল সদর পৌরসভার বরাশুলা এলাকায় মাজেদ আলী খান ওরফে মাজে খান (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন