রাজার কাদে রাজকীয় বিদায়।
আলেম, উলামা, শাসক, জনতা ও সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সমানভাবে বরণীয় ও প্রিয়ভাজন ব্যক্তিত্য ছিলেন।
তিনি তুরস্কে জন্মেছেন ১৯২৯ সালে।
তার বাবা ছিলেন গ্রামের মসজিদের ইমাম ও কৃষক।
সেকুলার তুরস্কে ইসলাম প্রচারে ও সংগ্রামে তার অবদান অতুলনীয় ।
উলুমুল হাদিস, ও উলুমুল ফেকাহ শাস্ত্রের ওপর উচ্চতর ডিগ্রিধারী ছিলেন । দেওবন্দী চিন্তা-চেতনা ও মানহাযের ওপর জীবন পরিচালনা করতেন।
বৃহস্পতিবার (২৩ জুন ) ইস্তাম্বুলে শাইখ মাহমুদ আফেন্দি মৃত্যুবরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।