দুনিয়ার যেসব দুর্ভোগ সুনিশ্চিত !
মানুষ তাঁর গোলাম, এ স্বীকৃতির প্রকাশ ঘটে নামাজের মাধ্যমে।
নামাজ ত্যাগকারীকে-
দুনিয়ার জীবনে সব কাজের বরকত থেকে মাহরূম/বঞ্চিত করেন।
চেহারায় কোনো নূর বা উজ্জ্বলতা থাকে না।
দুনিয়ার অন্যান্য ভালো কাজের কোনো পুরস্কারও পাবে না।
ওই ব্যক্তির জন্য দোয়াকারীর দোয়া বা কল্যাণ কামনা কোনো কাজে আসবে না। কোনো সৃষ্টিজীবই তাকে পছন্দ করে না।
কাফের আর মুসলিমের পার্থক্য নামাজ। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।