সময়ের ব্যবধানে সময় অপরাধী,
দাঁতের ফাঁকের খাদ্য কণা তার ও খাজনা দেয়া।
হাঁ, আপনি এগিয়ে গেছেন আধুনিকতার আকাশে।
আপনি বিবেকবান স্বাধীন মার্জিত তবে বোকা।
আপনাকে খেতে হয় পুরোনো খাবার বয়ে বেড়ান পূর্ব পুরুষের রক্ত।
আপনি না হয় বেশি খান আধুনিক ভাবে খান আর কিছু নষ্ট করে তৃপ্তির ঢেঁকুর তুলে সভ্য সমাজের বড়াই করেন। আসলে আপনি লুভী আপনার খিদা কখনো মিটবেনা।
আর তারা আপনার পকেট কাটে টেক্সের নামে প্রতিটি প্রয়োজনে কোথায় না দিচ্ছেন খাজনা আধুনিকতার নামে।
যাই হোক আপনি তো বিশ্ব রাখেন হাতের মুঠোয়। লজ্জা হারিয়েছে পরিবেশ অপরাধ করেছে সময় আপনার তো কোনো দোষ নেই।
জ্ঞানী আপনি জ্ঞানী আপনার পরিবার শুধু হারিয়েছে দৃষ্টি আপনি দেখেননা নিজেকে। এখনো সময় আছে নিজেকে বদলান ইবলিশকে লাথী মারুন স্রষ্টার দেখানো পথে চলুন।