সময়ের ব্যবধানে সময় অপরাধী,
দাঁতের ফাঁকের খাদ্য কণা তার ও খাজনা দেয়া।

হাঁ, আপনি এগিয়ে গেছেন আধুনিকতার আকাশে।
আপনি বিবেকবান স্বাধীন মার্জিত তবে বোকা।
আপনাকে খেতে হয় পুরোনো খাবার বয়ে বেড়ান পূর্ব পুরুষের রক্ত।
আপনি না হয় বেশি খান আধুনিক ভাবে খান আর কিছু নষ্ট করে তৃপ্তির ঢেঁকুর তুলে সভ্য সমাজের বড়াই করেন। আসলে আপনি লুভী আপনার খিদা কখনো মিটবেনা।
আর তারা আপনার পকেট কাটে টেক্সের নামে প্রতিটি প্রয়োজনে কোথায় না দিচ্ছেন খাজনা আধুনিকতার নামে।
যাই হোক আপনি তো বিশ্ব রাখেন হাতের মুঠোয়। লজ্জা হারিয়েছে পরিবেশ অপরাধ করেছে সময় আপনার তো কোনো দোষ নেই।
জ্ঞানী আপনি জ্ঞানী আপনার পরিবার শুধু হারিয়েছে দৃষ্টি আপনি দেখেননা নিজেকে। এখনো সময় আছে নিজেকে বদলান ইবলিশকে লাথী মারুন স্রষ্টার দেখানো পথে চলুন।

সম্পর্কিত সংবাদ
খ্রীষ্টীয়ান ধর্ম গুরু পপ ফ্রান্সিস বলেছেন – তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

খ্রীষ্টীয়ান ধর্ম গুরু পপ ফ্রান্সিস বলেছেন - তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তিনি আরো বলেন - রাশিয়া ইউক্রেন সহ Read more

আমেরিকার আবেগ বড়োই সন্দেহজনক ও আতংকিত জনমনে।

ইউএসডি ডুয়েল কারেন্সি কার্ডে টাকা সারাবিশ্বে আমেরিকান ডলারে খরচ করা যাবে আনা যাবে কি ? আমেরিকার আবেগ বড়োই সন্দেহজনক ও Read more

মওলানা ভাসানীর – ফারাক্কা লংমার্চ কেনো ?

মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ কেনো ? স্বাধীনতার ৫০ বছর পর শুধু কি নাশকতার তথ্য আসে ? আর ইতিহাসের সংগ্রামী এসব Read more

মোশারফ ভাইয়েরা আপনারা কি ভাবছেন ?

মোশারফ ভাইয়েরা আপনারা কি ভাবছেন ? রাষ্ট্র, মানবতা, নারী স্বাধীনতা, রাষ্ট্রীয় অভিনেতা না জনতা। জানি ধর্মীয় ভালোবাসা, আপনারো কমনা। ভঙ্গিমাই Read more

ভাবছেন মুসলিরাতো দলে দলে বিভক্ত, কিভাবে বিজয় আসবে ?

১} যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। ২} আর আপনি মানুষকে দলে দলে আল্লাহ্‌র দ্বীনে প্রবেশ করতে দেখবেন। ৩} তখন Read more

ভারতের মোদির জন্য শেখ হাসিনার- এবারের উপহার কি হতে পারে ?

ভারতের মোদির জন্য শেখ হাসিনার- এবারের উপহার কি হতে পারে ? ইলিশ আর আম রোজ রোজ কি ভালো লাগবে ?

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন