পিল মানেই কি মেরুদন্ডহীন জাতি ?
আনারসের পাতা দিয়ে গর্ভপাত করতেন আমাদের দাদি নানীরা যদি একজন মা সন্তান ধারণে মৃত্যু ঝুঁকিতে থাকতেন এবং তখনই যখন ভ্রুণটির বয়স চার মাসেরও কম হতো।
আজ আমাদের ফাদার অ্যাডভান্স পিতারা ভ্রুন হত্যায় অগ্রিম গর্ভপাত বড়িতে সাচ্ছন্দ বোধ করেন।
আর আমাদের মায়েরা জীবনভর রাসায়নিক এ বড়ি গ্রহণ করে নিজেকে রোগাক্রান্ত করে অবশেষে হন পারিবারিক বোঝা।
যদিও কোনো সন্তানের জন্ম হয় সে হয় অসুস্থ দুর্বল বা মেরুদন্ডহীন প্রজন্ম।
প্রতিটি ব্রুন হত্যার জন্য একদিন আপনাকে হিসাব দিতেই হবে সেটা বিশ্বাস করেন বা না করেন এটাই স্রষ্টার বিধান।