উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ,
নৌকার দেশে নৌকা ভাড়া ৫০ হাজার।

ধনীরা আজ আশ্রয়কেন্দ্রে আশ্রিতা,
আর্তনাদ কারী নাকি ক্রানে লজ্জা পায়।

বিদ্যুৎ না দিলেও ভারতীয় কোম্পানিকে ক্যাপাসিটি চার্জ দিতেই হবে,
উন্নয়নে দেশ এগিয়ে নিতে বাংলার রাজধানী রাত ৮ টার পর বন্ধ হবে।
ঘোষণা অনুযায়ী ১৫২ টি বিদ্যুৎ কেন্দ্রে চাহিদার তুলনায় বেশি হবে।

আমেরিকার ডলার এখন আর মুদ্রা না এটা হীরার খন্ড,
তাদের কথা না মানলে রিজার্ভ নিষেধাজ্ঞা বাণিজ্য বন্ধ।

ভারতের পানি বাংলা হয়ে সাগরে যায়,
তাই দখিনা মানুষ মহা চিন্তায় রাত কাটায়।
আর মানবতার মা আকাশ থেকে সান্তনা দেয়।

সম্পর্কিত সংবাদ
ভারতের নিরীহ মুসলিম জনতার আজ নাশকতার আসামী বুলডোজার দিয়ে তাদের দমন করা হবে – দাবি – ভারতের সরকার ও প্রশাসনের।

ভারতের নিরীহ মুসলিম জনতার আজ নাশকতার আসামী বুলডোজার দিয়ে তাদের দমন করা হবে - দাবি - ভারতের সরকার ও প্রশাসনের। Read more

সব দ্বন্দ ভুলে সৌদি যুবরাজকে স্বাগত জানাচ্ছে তুরস্কে।

সব দ্বন্দ ভুলে সৌদি যুবরাজকে স্বাগত জানাচ্ছে তুরস্কে। এদিকে যুবরাজ সালমানও চাইছেন তাকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, সেটা থেকে বের Read more

খ্রীষ্টীয়ান ধর্ম গুরু পপ ফ্রান্সিস বলেছেন – তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

খ্রীষ্টীয়ান ধর্ম গুরু পপ ফ্রান্সিস বলেছেন - তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তিনি আরো বলেন - রাশিয়া ইউক্রেন সহ Read more

ইসলামে নারীর মর্যাদা আর ইহুদিবাদী নারী স্বাধীনতা।

ইসলামে নারীর মর্যাদা আর ইহুদিবাদী নারী স্বাধীনতা। ইসলামিক নীতি অনুসারে আপনার মা সবার চেয়ে মর্যাদাবান। ঠিক তেমনি একজন বিবাহিত নারীর Read more

সময়ের ব্যবধানে সময় অপরাধী, দাঁতের ফাঁকের খাদ্য কণা তার ও খাজনা দেয়া।

সময়ের ব্যবধানে সময় অপরাধী, দাঁতের ফাঁকের খাদ্য কণা তার ও খাজনা দেয়া। হাঁ, আপনি এগিয়ে গেছেন আধুনিকতার আকাশে। আপনি বিবেকবান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন