উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ,
নৌকার দেশে নৌকা ভাড়া ৫০ হাজার।
ধনীরা আজ আশ্রয়কেন্দ্রে আশ্রিতা,
আর্তনাদ কারী নাকি ক্রানে লজ্জা পায়।
বিদ্যুৎ না দিলেও ভারতীয় কোম্পানিকে ক্যাপাসিটি চার্জ দিতেই হবে,
উন্নয়নে দেশ এগিয়ে নিতে বাংলার রাজধানী রাত ৮ টার পর বন্ধ হবে।
ঘোষণা অনুযায়ী ১৫২ টি বিদ্যুৎ কেন্দ্রে চাহিদার তুলনায় বেশি হবে।
আমেরিকার ডলার এখন আর মুদ্রা না এটা হীরার খন্ড,
তাদের কথা না মানলে রিজার্ভ নিষেধাজ্ঞা বাণিজ্য বন্ধ।
ভারতের পানি বাংলা হয়ে সাগরে যায়,
তাই দখিনা মানুষ মহা চিন্তায় রাত কাটায়।
আর মানবতার মা আকাশ থেকে সান্তনা দেয়।