ডলারের বিকল্প উদ্ভাবন মানেই আমেরিকার পতন।
সিরিয়া,ইরাক,আফগান,ইয়েমেনে অমানবিক হামলা চালানো অমানসিক মানবাধিকার নির্লজ্জ নারীবাদীর গান শোনানো আর দাতা নামের ইহুদিবাদী ডাকাত দলটি আজ দিশেহারা।
তার ভারত বাংলার লুকায়িত দলটি আরেকটি যুদ্ধের খোঁচা মারে,
যখন পাকিস্তান তার লোভের কাছে আইনি কবলে রাতারাতি আটকা পড়ে।
ডলার তার ৮০ টাকার পণ্য ১০০ টাকায় কিনতে বাধ্য করে,
আবার এ ডলারই তাকে সারা পৃথিবীকে জিম্মি করতে সাহায্য করে।