ছোট পর্দার বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকেই একসঙ্গে কাজ করেছেন তারা। অনেকদিনের গুঞ্জন শোনা গেছে এই দুই তারকা নাকি চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা। তবে তাদের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা তাদের কাদা ছোড়াছুড়িতেই স্পষ্ট হয়ে যায়।নাটকে জুটি বেঁধে অসংখ্য নাটকের অভিনয় করেছেন আরশ ও তানিয়া। সেখান থেকে প্রেম গুঞ্জনের পাশাপাশি তাদের অভ্যন্তরীণ কাজের সম্পর্ক নিয়েও আলোচনা হয়। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে একে ওপরকে আক্রমণ করে কথা বলেছেন আরশ-তানিয়া।সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশকে নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। আরশের ক্যারিয়ার নষ্ট করে দেবেন তানিয়া, এমন খবরও চাউর হয়। সে প্রসঙ্গে মুখ খুলে অভিনেত্রী বলেন, ‘আরশ যখন তার ক্যারিয়ার শুরু করে তখন থেকেই আমি তার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমি নিজে যেখানে সিন্ডিকেটের শিকার, সেখানে আরও একটা মানুষের ক্যারিয়ারের নিয়ে এগুলা করব, প্রথমত এগুলা আমি চিন্তা করতে পারি না।’তানিয়া বলেন, ‘আরশের সঙ্গে শুরু থেকেই আমি ছিলাম। যখন ওকে কেউ চিনত না, নিউ কামার। তখন থেকে ওকে সাপোর্ট দিতে থাকি। কিন্তু ওর ক্যারিয়ার যে খারাপ করে দেব, বা নষ্ট করে দেব বা খারাপ কিছু এটা আমি কখনও আমার জায়গা থেকে চাইনি।’একে অপরের কাজ নিয়ে বহু দ্বন্দ্ব ঘটেছে আরশ-তানিয়ার মাঝে। সে প্রসঙ্গেও মুখ খুলেছেন অভিনেত্রী। তার কথায়, ‘আমার সঙ্গে তার যেটা হয়েছে, আমার যদি কোনো কাজ আসে, সেটা যদি আমার কাছে ভালো মনে হয়, আমি আরশের কাছে শেয়ার করেছি। শেয়ার করার পরে হয়ত বলেছি, তোমার কাছে ধরো একটা টাইম আছে, সাতদিনের বা পাঁচদিনের, অন্য কাউকে নিয়ে দেখতে পারো যাতে তুমিও না ফাঁসো, আমিও না ফাঁসি- এসব কথাবার্তা আমার সাথে হয়েছে।’আরশের উদ্দেশে তানিয়া বলেন, ‘তোমার সাথে যেটা আলোচনা করেছি, আমার কালকে শ্যুটিং, তোমারে ফাঁসিয়ে দেই নি, ওগুলাও যখন আমি করিনি তখন গিয়ে তুমি যদি বলো আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাচ্ছি, ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছি, তাহলে আমার মনে হয়, তুমি নিমকহারাম ছাড়া কিছুই না।তানিয়া বলেন, ‘আরশ এমনও করেছে আমার কালকে শ্যুট আর আজকে ও প্যাক আপ করেছে। আরশ এটা কখনও বলতে পারবে না, আমি কখনও আরশের শ্যুটিং এভাবে নষ্ট করে দিয়েছি।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারের ৩ উপজেলা পরিষদে জয়ী যারা
কক্সবাজারের ৩ উপজেলা পরিষদে জয়ী যারা

কক্সবাজার জেলার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ মে) রাতে নির্বাচনের রিটার্নিং Read more

মেক্সিকোতে খাদে গাড়ি পড়ে নিহত ১২, আগুনে পুড়ল ২ হেক্টর জমি
মেক্সিকোতে খাদে গাড়ি পড়ে নিহত ১২, আগুনে পুড়ল ২ হেক্টর জমি

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে গাড়ি খাদে পড়ে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। রাস্তা থেকে প্রায় ৪০০ ফুট Read more

আমি ধর্মীয় স্থাপনা নির্মাণে অর্থ দান করি না: বিদ্যা বালান
আমি ধর্মীয় স্থাপনা নির্মাণে অর্থ দান করি না: বিদ্যা বালান

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ২০০৩ সালে বড় পর্দায় যাত্রা শুরু করেন।

বিটিসিএলের সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিতের নির্দেশ
বিটিসিএলের সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিতের নির্দেশ

ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট ব‌্যবস্থাপনার মাধ‌্যমে বিটিসিএল এর সম্পদের লাভজনক ব‌্যবহার নিশ্চিত করতে হবে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন