নারী বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল মাত্র ১৬৭ রান। সেটি ক্যারিবিয়ানরা জিতল মাত্র ১০ ওভার ৫ বলেই। তাতে কী, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে জায়গা করে নিতে যে আরও কম বলে জিততে হতো তাদের! তাইতো ম্যাচ জিতে কিছুক্ষণ সমীকরণ না বোঝায় হতভম্ব থাকেন উইন্ডিজ ক্রিকেটাররা। সমীকরণ স্পষ্ট হতেই কান্না করে দেন অধিনায়ক হেইলি ম্যাথিউসসহ অন্য ক্রিকেটাররা।বিশ্বকাপে খেলতে ওয়েস্ট ইন্ডিজের সামনে বেশ কঠিন সমীকরণই ছিল। থাইল্যান্ডকে ১৬৬ রানে আটকে রাখার পর জয় পেতে হতো ১০ ওভারের মধ্যে। তবে দুদলের স্কোর সমান হয়ে যাওয়ার পর যদি ওয়েস্ট ইন্ডিয়ানরা চার অথবা ছক্কা মেরে জিতত তবে হিসাবটা একটু অন্যরকম হতো। স্কোর সমান হওয়ার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলেও চলত ক্যারিবীয়দের। আর যদি স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিততে চায় তবে ১১ ওভারের মধ্যে জিতলেও চলত। ঝোড়ো ব্যাটিং করে সেই সম্ভাবনাও জাগিয়েছিল দলটি। তবে আরেকটু দ্রুত জয়ের বন্দরে পৌঁছাতে পারল না তারা। তাতে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত জয় পেলেও বিশ্বকাপে পৌঁছে যায় বাংলাদেশ। গ্রুপপর্বের ৫ ম্যাচ শেষে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান ৬। তবে রানরেটে এগিয়ে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের। নিগার সুলতানা জ্যোতিদের রানরেট- ০.৬৩৯। আর ক্যারিবিয়ান নারীদের রানরেট ০.৬২৬। ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে বাছাইপর্ব খেলছে ৬ দল। প্রত্যেকে ৫টি করে ম্যাচ খেলার পর শীর্ষ ২ দল খেলবে বিশ্বকাপে। এরই মধ্যে পাকিস্তান তাদের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। বিদায় নিশ্চিত হয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের। দ্বিতীয় স্থানের লড়াইয়ে ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে নিশ্চিত হলো শীর্ষ দুইয়ে পাকিস্তানের সঙ্গী বাংলাদেশই।আজ বিকাল ৩টায় শুরু হওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৬৭ রানের টার্গেট দিয়েছে থাইল্যান্ড। জবাব দিতে নেমে ১০ ওভার ৫ বলে ৬ উইকেট হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। দলটির হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন অধিনায়ক হেইলি ম্যাথিউস। ওপেনিংয়ে নেমে ২৯ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ক্যারিবীয় অধিনায়ক। দুর্দান্ত এই ইনিংসে ১১টি চারের পাশাপাশি তিনি ছক্কা হাঁকান ২টি। ঝড় তুলেছেন আরেক ওপেনার কিয়ানা জোসেফ আর তিনে নামা ছিনেলে হেনরিও। ১২ বলে ২৬ রান করে আউট হয়েছেন জোসেফ। আর ১৭ বলে ৪৮ রান করে আউট হন হেনরি। ৩টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকান তিনি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা অভিমুখে শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ
যমুনা অভিমুখে শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) সকাল Read more

রাজধানীতে যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
রাজধানীতে যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

প্রয়োজনীয় কেনাকাটা করতে আমরা পছন্দের মার্কেটে যাই। কিন্তু যদি সেই এলাকার মার্কেট বন্ধ থাকে, তাহলে দিনটি কোনো কাজেই আসবে না। Read more

নেতৃত্ব ছাড়ার ঘোষণা জবি সমন্বয়কের
নেতৃত্ব ছাড়ার ঘোষণা জবি সমন্বয়কের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) নেতৃত্ব দেওয়া সমন্বয়ক মো. নূর নবী দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!
কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পার হলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়েবসাইটে এখনও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন