ছোট পর্দার বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকেই একসঙ্গে কাজ করেছেন তারা। অনেকদিনের গুঞ্জন শোনা গেছে এই দুই তারকা নাকি চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা। তবে তাদের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা তাদের কাদা ছোড়াছুড়িতেই স্পষ্ট হয়ে যায়।নাটকে জুটি বেঁধে অসংখ্য নাটকের অভিনয় করেছেন আরশ ও তানিয়া। সেখান থেকে প্রেম গুঞ্জনের পাশাপাশি তাদের অভ্যন্তরীণ কাজের সম্পর্ক নিয়েও আলোচনা হয়। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে একে ওপরকে আক্রমণ করে কথা বলেছেন আরশ-তানিয়া।সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশকে নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। আরশের ক্যারিয়ার নষ্ট করে দেবেন তানিয়া, এমন খবরও চাউর হয়। সে প্রসঙ্গে মুখ খুলে অভিনেত্রী বলেন, ‘আরশ যখন তার ক্যারিয়ার শুরু করে তখন থেকেই আমি তার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমি নিজে যেখানে সিন্ডিকেটের শিকার, সেখানে আরও একটা মানুষের ক্যারিয়ারের নিয়ে এগুলা করব, প্রথমত এগুলা আমি চিন্তা করতে পারি না।’তানিয়া বলেন, ‘আরশের সঙ্গে শুরু থেকেই আমি ছিলাম। যখন ওকে কেউ চিনত না, নিউ কামার। তখন থেকে ওকে সাপোর্ট দিতে থাকি। কিন্তু ওর ক্যারিয়ার যে খারাপ করে দেব, বা নষ্ট করে দেব বা খারাপ কিছু এটা আমি কখনও আমার জায়গা থেকে চাইনি।’একে অপরের কাজ নিয়ে বহু দ্বন্দ্ব ঘটেছে আরশ-তানিয়ার মাঝে। সে প্রসঙ্গেও মুখ খুলেছেন অভিনেত্রী। তার কথায়, ‘আমার সঙ্গে তার যেটা হয়েছে, আমার যদি কোনো কাজ আসে, সেটা যদি আমার কাছে ভালো মনে হয়, আমি আরশের কাছে শেয়ার করেছি। শেয়ার করার পরে হয়ত বলেছি, তোমার কাছে ধরো একটা টাইম আছে, সাতদিনের বা পাঁচদিনের, অন্য কাউকে নিয়ে দেখতে পারো যাতে তুমিও না ফাঁসো, আমিও না ফাঁসি- এসব কথাবার্তা আমার সাথে হয়েছে।’আরশের উদ্দেশে তানিয়া বলেন, ‘তোমার সাথে যেটা আলোচনা করেছি, আমার কালকে শ্যুটিং, তোমারে ফাঁসিয়ে দেই নি, ওগুলাও যখন আমি করিনি তখন গিয়ে তুমি যদি বলো আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাচ্ছি, ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছি, তাহলে আমার মনে হয়, তুমি নিমকহারাম ছাড়া কিছুই না।তানিয়া বলেন, ‘আরশ এমনও করেছে আমার কালকে শ্যুট আর আজকে ও প্যাক আপ করেছে। আরশ এটা কখনও বলতে পারবে না, আমি কখনও আরশের শ্যুটিং এভাবে নষ্ট করে দিয়েছি।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানি অভিনেত্রীর পোশাক ‘অশ্লীল’, পরিচালকের আপত্তি
পাকিস্তানি অভিনেত্রীর পোশাক ‘অশ্লীল’, পরিচালকের আপত্তি

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। ছোট ও বড় পর্দায় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন।

ঢাকা-বরগুনা বাস চলাচল শুরু
ঢাকা-বরগুনা বাস চলাচল শুরু

ছয়দিন বন্ধ থাকার পর বরগুনা থেকে বরিশাল ও ঢাকার মধ্যে বাস চলাচল শুরু হয়েছে।

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদেরকে ভাঙ্গা থেকে ফরিদপুর Read more

অটোরিকশা ছিনতাইকালে ২ জনকে গণপিটুনি
অটোরিকশা ছিনতাইকালে ২ জনকে গণপিটুনি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে দুই জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

আগর-আতরের আঁতুড়ঘরে
আগর-আতরের আঁতুড়ঘরে

সুগন্ধি ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ধর্মীয়-উৎসব থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আতর কিংবা সুগন্ধির ব্যবহার Read more

দিনাজপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 
দিনাজপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে লিমন (৩) ও তাহিরুল ইসলাম (৩ ) নামে দুই শিশুর  মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন