“বলুন, ‘আমরা আল্লাহ ও আমাদের প্রতি যা নাযিল হয়েছে
এবং ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তাঁর বংশধরগণের প্রতি
যা নাযিল হয়েছিল এবং যা মূসা, ঈসা ও অন্যান্য নবীগণকে তাঁদের
রবের নিকট থেকে প্রদান করা হয়েছিল তাতে ঈমান এনেছি;
আমরা তাঁদের কারও মধ্যে কোন তারতম্য করি না।
আর আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী (তথা মুসলিম)।”
[সূরা আল ইমরান, আয়াত: ৮৪]
মদীনায় অবতীর্ণ