চট্টগ্রামের মিরসরাই উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামক প্ল্যাটফর্মের নেতা গাজী তাহমিদ হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বারইয়ারহাট পৌরসভাস্থ তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহতের ছোট বোন ফারিয়া আক্তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ‘আমার ভাই তাহমিদকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। বর্তমানে অজ্ঞাত পরিচয়ের বিভিন্ন লোকজন এসে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করতে। তাহলে পরিবারের সবাইকে শেষ করে দেয়া হবে।’তিনি জানান, হত্যার ঘটনায় তারা কয়েকজনকে সন্দেহ করছেন। ঘর থেকে ডেকে নেয়া ব্যক্তি এবং স্বজন ও প্রতিবেশী কয়েকজন। এছাড়াও তাকে শরীরে সামনে এবং পেছনে যারা কুপিয়েছে সিসিটিভি ফুটেজ চেক করে তাদেরকে আইনের আওতায় এনে খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন তারা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত তাহমিদের বাবা আলমগীর হোসেন, মা বিবি জোহরা এবং বড় বোন আকলিমা।এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে নিরাপত্তাহীনতার বিষয়ে এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তারা নিরাপত্তাহীনতায় থাকলে আইন অনুযায়ী আমরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবো।’উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় বারইয়ারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য মো. তাহমিদ উল্লাহ (১৮) কে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরবর্তীতে তাহমিদ খানের মা জোহরা বেগম ১২ ডিসেম্বর রাতে বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদেন আসামী করে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় ছাত্রদলকর্মী চাকমা জাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় করোনায় এবছরে প্রথম মৃত্যু
কুমিল্লায় করোনায় এবছরে প্রথম মৃত্যু

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা।এবছর এটি কুমিল্লা জেলায় প্রথম করোনায় Read more

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে Read more

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন