কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা।এবছর এটি কুমিল্লা জেলায় প্রথম করোনায় আক্রান্ত হওয়া ব্যক্তির মৃত্যু। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।রবিবার জেলা সিভিল সার্জনের কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মোট ৬৭টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৫ শতাংশ।জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখনো সরকারি পর্যায়ে কুমিল্লায় করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়নি। সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, “আমরা জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা সংক্রমণের তথ্য সংগ্রহ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর