ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত ঘেঁষে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অবৈধ অভিবাসী শনাক্ত, আটক ও বিতাড়নের লক্ষ্যে ১৫ সদস্যের একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে তারা।রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, ‘ত্রিপুরায় অনুপ্রবেশকারীর সংখ্যা কমে গেলেও তাদের শনাক্ত করার জন্য এই ফোর্স গঠন করা হয়েছে।’ সরকারি সূত্র ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। গ্রেপ্তার হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে অনেকেই এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল।পশ্চিম ত্রিপুরা জেলার ১৫টি থানার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন জেলা গোয়েন্দা শাখার ডেপুটি পুলিশ সুপার দেবাশীষ সাহা।ত্রিপুরা রাজ্যে বিজেপির প্রধান শরিক দল টিপ্রা মোথা পার্টি (টিএমপি) দীর্ঘদিন ধরেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছে। দলটির প্রধান প্রদ্যোত দেববর্মা বলেছেন, ‘অনুপ্রবেশ রোধ করা না গেলে রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী, বিশেষ করে উপজাতিদের সংস্কৃতি, রীতিনীতি ও আর্থসামাজিক উন্নয়ন হুমকির মুখে পড়বে।’এর আগে গত মে মাসে দেশটির সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ভারতীয় নাগরিক হিসেবে বসবাসকারী সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের পরিচয়পত্র যাচাই করার নির্দেশনা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, যদি তারা অযোগ্য প্রমাণিত হয়, তাহলে তাদের বিতাড়িত করা হবে। আরডি
Source: সময়ের কন্ঠস্বর