সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই শহিদ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাদের বিশ্বাস।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, সরকারি নির্দেশনার আলোকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানকার সকল সরকারি ও বেসরকারি অফিস এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনোমিত রাখার নির্দেশ দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত নির্দেশনাপত্র যথা সময়ে উক্ত প্রধান শিক্ষককে পাঠানো হয়। কিন্তু এই প্রধান শিক্ষক সরকারি নির্দেশনা উপেক্ষা করে বুধবার (১৬ জুলাই) তার শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করেননি। এ জন্য তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে তাকে ৩ দিন সময় বেধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।এ বিষয়ে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রথমে পুরো বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বুধবার সকালে আমি স্কুলে পৌঁছানোর আগেই সহকারী শিক্ষকরা নিয়মিত দিনের মতো পতাকা উত্তোলন করেন। সরকারি নির্দেশনার বিষয়টি তাঁদের জানা ছিল না। আমি স্কুলে গিয়ে তা বুঝতে পারি এবং পতাকা অর্ধনমিত করার ব্যবস্থা নিই।’তিনি আরও জানান, এই সময়ের মধ্যেই স্থানীয় কয়েকজন শিক্ষার্থী পুরো বিষয়টির ছবি তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়ে দেন, যার ভিত্তিতেই পরে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।আরডি
Source: সময়ের কন্ঠস্বর